সংক্ষিপ্ত
মাস্ক পরা, দূরত্ববিধি মানার উপর বিশেষ জোর দিচ্ছে সরকার। নতুন বছরের আগেই ঊর্ধ্বমূখী কোভিড গ্রাফ। এই পরিস্থিতিতে ওমিক্রণের নতুন সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর নতুন করে সংক্রমণ রুখতে মরিয়া প্রশাসন।
উৎসবের মরশুমে উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। নতুন বছরের আগেই দেশে বাড়ল নতুন করে আক্রান্তের সংখ্যা। দেশে ইতিমধ্যেই বেড়েছে কোভিড অ্যাকটিভ কেসের সংখ্যা। এই পরিস্থিতিতে বড়দিন ও বর্ষবরণের উদযাপনের দেশের বিভিন্ন শহরে উৎসবের আনন্দে মেতে উঠেছে মানুষ। এই পরিস্থিতিতে সংক্রমনের ঝুঁকি আরও বাড়ে, ফলে কোভিড নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিচ্ছে সরকার। বর্ষবরণের উৎসবেও বাড়তি সতর্কতা মানার নির্দেশ দিয়েছে প্রশাসন। মাস্ক পরা, দূরত্ববিধি মানার উপর বিশেষ জোর দিচ্ছে সরকার। নতুন বছরের আগেই ঊর্ধ্বমূখী কোভিড গ্রাফ। এই পরিস্থিতিতে ওমিক্রণের নতুন সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর নতুন করে সংক্রমণ রুখতে মরিয়া প্রশাসন।
শনিবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী শেষ ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২২৬ জন। দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৩। পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে ৪৪টি নতুন অ্যাকটিভ কেস বেড়েছে। শুক্রবারও কোভিডে আক্রান্ত হওয়ার সংখ্যা ছিল ২৪৩ জন।
শুধু মেট্রো সিটিগুলিতে নয়, সংক্রমণ বাড়ছে জেলাগুলিতেও। সবচেয়ে বেশি আশঙ্কায় পর্যটনকেন্দ্রগুলি। ইতিমধ্যেই গয়ায় কোভিড পজিটিভ এসেছে বুদ্ধগয়া ভ্রমণে আসা চার বিদেশী যাত্রীর। আপাতত আইসোলেশনে রাখা হয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে আজই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। এই পরিস্থিতির মধ্যেই রোজ বাড়ছে দেশের দৈনিক কোভিড সংক্রমণও। সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী রবিবারের তুলনায় সোমবার সংক্রমণ আরও বৃদ্ধি পেয়েছে। সংমণের দিক থেকে এগিয়ে মহারাষ্ট্র। দিল্লি এবং মুম্বইতে নর্দমায় ভাইরাসের আরএনএ পাওয়া গিয়েছিল আগে। ক্রিসমাসের পর দেশজুড়ে আরও বাড়ল সংক্রমন। গত ২৪ ঘন্টায় দেশের ২৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি উদ্বেগ বাড়িয়ে আগ্রায় হদিশ মিলেছে এক করোনা আক্রান্তের। জানা যাচ্ছে চিন থেকে সদ্য ফিরেছিলেন তিনি। সোমবার সকালে এই খবর রীতিমত চিন্তায় ফেলেছে প্রশাসনকে। সংক্রমণ রুখতে বিমানবন্দরগুলিতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। একাধিক রাজ্যে কোভিড বিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে।