CPM-Prakash Raj: তামিলনাড়ুর মাদুরাইতে বসেছে সিপিএম-এর ২৪ তম পার্টি কংগ্রেস (CPIM 24th Party Congress)। 

CPM-Prakash Raj: দক্ষিণ ভারতে লাল ঝাণ্ডার প্রভাব বেশ খানিকটা ভালো জায়গায়। আর এবার সেখানেই আয়োজিত হয়েছে সিপিএম-এর ২৪ তম পার্টি কংগ্রেস। আগেরবার হয়েছিল কেরালার কান্নুরে। এবার মাদুরাইতে। 

সেই পার্টি কংগ্রেসের প্রধান প্রবেশদ্বার করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে। আর সেখানেই এবার হাজির হলেন দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার প্রকাশ রাজ। উল্লেখ্য, গত ২ এপ্রিল থেকে শুরু হয়েছে সিপিএম-এর পার্টি কংগ্রেস। বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা রাজনৈতিক এবং সাংগঠনিক বিষয়ের উপর আলোচনা করছেন। তবে এবারের পার্টি কংগ্রেস অনেকটাই আলাদা। কারণ, গত বছরই প্রয়াত হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তারপর থেকে আপাতত কনভেনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রকাশ কারাত। কারণ, বামেদের গঠনতন্ত্র অনুযায়ী, পার্টি কংগ্রেস না হলে নতুন সম্পাদক নির্বাচন করা যায়না। 

Scroll to load tweet…

তাই চলতি এই পার্টি কংগ্রেস (CPIM 24th Party Congress) থেকেই বেছে নেওয়া হবে নতুন নেতৃত্বকে। তিনিই হবেন দলের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু কে হবেন? দৌড়ে আছেন এমএ বেবি। একটা সময় তো বঙ্গ সিপিএম-এর সাধারণ সম্পাদক মহম্মদ সেলিমের (MD Salim) নামও শোনা গেছিল। তবে সেই সম্ভাবনা এই মুহূর্তে অনেকটাই কম।

অন্যদিকে, এবার বয়সের ভারে অনেকেই বাদ যাবেন কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরো থেকে। তবে এই পার্টি কংগ্রেসে বেশ কিছু নতুনত্ব দেখা গেল। যেমন উদ্বোধনের দিন র‍্যাপ গান এবং চতুর্থ দিনে সোজা পার্টি কংগ্রেস প্রাঙ্গণে হাজির হয়ে গেলেন দক্ষিণী সুপারস্টার প্রকাশ রাজ (Prakash Raj)। আলাদাভাবে কেরালার মুখ্যমন্ত্রী তথা সিপিএম-এর পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) সঙ্গে কথাও বলেন এই অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক। তাঁর সঙ্গে ছিলেন আরেক নেতা এমএ বেবি।

এদিকে রবিবার পার্টি কংগ্রেসের শেষ দিন। এদিনই গঠিত হবে নয়া পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি। এবার পলিটব্যুরো থেকে বয়সের কারণে মোট ৮ জনের বাদ যাওয়ার কথা রয়েছে। তবে সূত্রের খবর, থেকে এতে পারেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তবে বাকি ৭ জনের মধ্যে কেরালার আপাতত কেউ নেই। শোনা যাচ্ছে, কেরালার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জায়গা পেতে পারেন। 

অন্যদিকে, বাংলা থেকে বিদায়ী তালিকায় নাম আছে সূর্যকান্ত মিশ্রর। সেই জায়গায় আবার ঠাঁই পেতে পারেন দলের তাত্ত্বিক নেতা শ্রীদীপ ভট্টাচার্য।কিন্তু বঙ্গ সিপিএম-এর লড়াকু মুখ আভাস রায়চৌধুরী, শমীক লাহিড়ি কিংবা সুজন চক্রবর্তীরা তাহলে জায়গা পাবেন না? ওদিকে আবার ত্রিপুরা থেকে একমাত্র সদস্য মানিক সরকারকে বয়সজনিত কারণে সরে দাঁড়াতে হবে। তাঁর পরিবর্তে বর্তমান রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর অন্তর্ভুক্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।