সংক্ষিপ্ত

এয়ারড্রাম থানার সীমানার অধীনে একটি বেসরকারি স্কুলে মারামারি হচ্ছিল ছাত্রদেক মধ্যে। সেই সময় ছাত্রটিকে তার সহপাঠীরা জ্যামিতির ক্যাম্পাস দিয়ে ১০৮বার হামলা করেছিল।

 

মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশের স্কুলে। একটি বেসরকারি স্কুলে ক্লাস ফোর-এর ছাত্রকে তারই তিন সহপাঠী জ্যামিতির ক্যাম্পাস দিয়ে ১০৮ বার হামলা চালিয়েছে। এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার তদন্তকারী এক আধিকারিক এমনটাই জানিয়েছে। অন্যদিকে এই ঘটনার তদন্তের রিপোর্ট শিশু কল্যাণ কমিটি (Child Welfare Committee বা CWC) পুলিশের থেকে চেয়ে পঠিয়েছে।

পুলিশ সূত্রের খবর, এই ঘটনা গচ ২৪ নভেম্বরের। এয়ারড্রাম থানার অধীনে একটি বেসরকারি স্কুলে মারামারি হচ্ছিল ছাত্রদেক মধ্যে। সেই সময় ছাত্রটিকে তার সহপাঠীরা জ্যামিতির ক্যাম্পাস দিয়ে ১০৮বার হামলা করেছিল। শিশু কল্যাণ কমিটির পক্ষ থেকে জানান হয়েছে, গোটা ঘটনা মর্মান্তিক। অল্প বয়সী শিশুদের মধ্যে হিংসার ঘটনা রীতিমত উদ্বেগের বিষয়। কমিটি শিশুদের ও তাদের বাবা মাদের মধ্যে সচেতন হয়েছে। ছাত্রছাত্রীরা ভিডিওগেম খেলে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কারণ এজাতীয় হিংসাত্মক ঘটনা শুধুমাত্র ভিডিও গেমের প্রভাব থেকেই হয়ে থাকে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ২ টোর পরে স্কুলে হামলার ঘটনা ঘটে। আক্রান্ত ছাত্রের একাধিক ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পরই ছাত্রকে ছেড়ে দেওয়া হয়েছে। আক্রান্ত ছাত্রের বাবা জানিয়েছেন, 'আমার ছেলে বাড়ি ফিরে গোটা ঘটনার কথা বলেছে। কেন তার বন্ধুরা তার সঙ্গে এজাতীয় আচরণ করেছে তা আমি জানি নায স্কুল ম্যানেজমেন্ট আমাকে ক্লাসরুমের সিসিটিভি ফুটেজ দিচ্ছে না।' তিনি আরও জানিয়েছেন, এই বিষয়ে তিনি এয়ারড্রোম থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ কর্তারা জানিয়েছেন, অভিযোগের পর ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করেছে। ঘটনা সঙ্গে যুক্ত সকল ছাত্রদের বয়স ১০ বছরের কম। আইন মেনেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুুনঃ

Cyclone Michaung: ঘূর্ণিঝড়ের রক্তচক্ষু বাংলায়, শুক্রবারের মধ্যে ধেয়ে আসতে পারে মিগজাউম

Uttarkashi: উত্তরকাশীর উদ্ধারকাজে নয়া মোড়, শাবল গাঁইতি দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু

'আগামী দিনে তেজস ভেঙে পড়তে পারে', মোদীকে নিশানা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূলের শান্তনু সেনের