Cybercrime On Onlline Booking: অনলাইনে টিকিট বা হোটেল বুকিং করার ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন আপনি! সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
Cybercrime On Onlline Booking: অনলাইনে টিকিট বা হোটেল বুকিং করার ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন আপনি! সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অমিত শাহের মন্ত্রকের অধীনে রয়েছে ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র বা ইফোরসি (ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার) এই মর্মে জনস্বার্থে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানেই বলা হয়েছে, অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে যে কোনও সময়ই সাইবার অপরাধীদের প্রতারণার ফাঁদে পড়তে পারেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, সামান্য অসাবধানতায় ফাঁদে পড়তে পারেন ক্রেতা বা গ্রাহকরা। অমিত শাহের মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে এই ক্ষেত্রে মূলত টার্গেট করা হতে পারে ভ্রমণপিপাসু মানুষ আর পুণ্যার্থীদের। যারা নিশিন্তে বেড়ানোর জন্য অনলাইনের ওপরই ভরসা রাখেন। কী ভাবে সাইবার প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন তারও কয়েকটি টিপস দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, পুণ্যার্থী বা পর্যটকদের টার্গেট করে দেশ জুড়ে অনলাইন বুকিং প্রতারণাচক্র তৈরি হয়েছে। ভুয়ো ওয়েবসাইট তৈরি হয়েছে। প্রতারকরা সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। হোয়াটসঅ্যাপ আর গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমেই টার্গেট করা হচ্ছে। প্রতারকচক্রের হাত থেকে বাঁচার জন্য কয়েকটি টিপস দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশপাশি চারটিক্ষেত্রে অনলাইন বুকিং-এ প্রচুর প্রতারণা হচ্ছে বলেও জানিয়েছে অমিত শাহের মন্ত্রক। সেগুলি হলঃ
চারটি অনলাইন বুকিং-
১। চারধাম যাত্রায় কেদারনাথ হেলিকপ্টার বুকিং
২। পুণ্যার্থীদের জন্য অতিথিশালা ও হোটেল বুকিং
৩। অনলাইন ক্যাব বা ট্যাক্সি বুকিং
৪। ধর্মীয় স্থান ভ্রমণ বা লম্বা ছুটিতে ঘুরতে যাওয়ার প্যাকেজ বুকিং।
অনলাইন বুকিং প্রতারণার হাত থেকে বাঁচতে কতগুলি পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
১। টাক দেওয়ার আগে ওয়েবসাইটের বিশ্বসযোগ্যতা যাচাই করে নিতে হবে।
২। গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপে অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। স্পনসরড লেখা লিঙ্ক নিয়ে বাড়তি সতর্ক হতে হবে।
৩।শুধুমাত্র সরকরি পোর্টাল বা নির্ভরযোগ্য সংস্থার মাধ্যমে অনলাইন বুকিং করতে হবে। বুকিং-এর পরে তার সত্যতা আর একবার যাচাই করে নিতে হবে।
৪। ভুয়ো বা প্রতারণামূলক ওয়েবসাইটের খোঁজ পেলে অবিলম্বে ন্যাশানাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে গিয়ে বা ১৯৩০ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে হবে।
৫। কেদারনাথের ডন্য হেলিকর্টার বুকিং করা যাবে https://www.heliyatra.irctc.co.in - এই সরকারি ওয়েবসাইট থেকে।
৬। সোমনাথ ট্রাস্টের জন্য অফিশিয়াল ওয়েবসাইল হল https://somnath.org। অতিথিশালা বুকিং করা যাবে।
আগামী মে মাস থেকেই শুরু হচ্ছে চারধামযাত্রী। কেদারনাথের দরজা খুলবে ২ মে। তার আগেই যাত্রীদের বিশেষভাবে অনলাইন প্রতারণা নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় সরকার।


