- Home
- India News
- DA Hike: ৭ বছরে সবথেকে কম মহার্ঘ ভাতা বৃদ্ধি! সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মাথায় হাত পড়তে চলছে
DA Hike: ৭ বছরে সবথেকে কম মহার্ঘ ভাতা বৃদ্ধি! সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মাথায় হাত পড়তে চলছে
DA Hike: মোদী সরকার (Modi Govt) আজই সরকারি কর্মীদের ডিএ (DA)বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে মাত্র ২ শতাংশ হারে ডিএ বৃদ্ধি হতে পারে।
- FB
- TW
- Linkdin
)
আজই ঘোষণা করা হতে পারে ডিএ
এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করেনি। তবে চলতি সপ্তাহেই কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। আজই ঘোষণা করা হতে পারে ডিএ।
নতুন মহার্ঘ ভাতা
নতুন এই মহার্ঘ ভাতা ২০২৫ সালের জানুয়ারি থেকেই কার্যকর হবে। যার অর্থ কেন্দ্রীয় সরকারি কর্মীরা মার্চ মাসের বেতনের সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও পাবেন।
মাত্র ২% ডিএ বৃদ্ধি
সম্প্রতি প্রতিবেদন অনুসারে কেন্দ্রীয় সরকার আগের মাত্র মত ৩% বা ৪% হরে ডিএ বৃদ্ধি করবে না। এবার মাত্র ২% হারেই ডিএ বৃদ্ধি হতে পারে।
৭ বছরে মধ্যে সবথেকে কম ডিএ
একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকার হত ৭ বছরের মধ্যে এবারই সবথেকে কম হারে ডিএ বৃদ্ধি করতে পারে।
২০১৮ থেকে ডিএ বৃদ্ধি
কেন্দ্রীয় সরকার ২০১৮ সাল থেকে এপর্যন্ত ৩% বা ৪% হারে ডিএ বৃদ্ধি করেছিলন। কখনও আরও বেশি হারে ডিএ বৃদ্ধি করেছিল।
৭৮ মাসে সর্বনিম্ন ডিএ
কেন্দ্রীয় সরকার যদি সবথেকে কম হারেই ডিএ বৃদ্ধি করে তাহলে এটাই হবে ৭৮ মাসে সর্বনিম্ন ডিএ বৃদ্ধি। ২০১৮ সালে জুলাই থেকে ডিসেম্বরে ২% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল।
দুইবার ডিএ বৃদ্ধি
এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুইবার ডিএ বা ডিআর বৃদ্ধি করে। জানুয়ারি আর জুলাই মাসে।
বর্তমানে ৫৩% ডিএ
বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মীরা ৫৩% হারে ডিএ পাত। ২% হারে ডিএ বৃদ্ধি করা হলে ৫৫% হারে ডিএ পাবেন তাঁরা।
তার আগে ডিএ
এর আগে, ২০২৪ সালের মার্চ মাসে, মন্ত্রিসভা ৪৬% থেকে ৫০% বৃদ্ধি অনুমোদন করে, যা আনুষ্ঠানিকভাবে ২৫ মার্চ, ২০২৪ তারিখে ঘোষণা করা হয়েছিল।
অষ্টম বেতন কমিশন
সম্প্রতি কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। অষ্টম বেতন কমিশন লাগু হতে পারে আগামী বছর জানুয়ারি থেকে।