- Home
- India News
- নতুন বছরে ৭% বাড়ল DA! সাথে অতিরিক্ত সুবিধা, আচমকা দুর্দান্ত ঘোষণা সরকারি কর্মীদের জন্য
নতুন বছরে ৭% বাড়ল DA! সাথে অতিরিক্ত সুবিধা, আচমকা দুর্দান্ত ঘোষণা সরকারি কর্মীদের জন্য
- FB
- TW
- Linkdin
গত বছর দুর্গাপুজোর আগে শেষবার কেন্দ্রীয় সরকার সকল সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) বাড়িয়েছিল প্রায় ৩ শতাংশ। যার ফলে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে।
দেখতে দেখতে অবশ্য ডিসেম্বর শেষ হয়ে গিয়ে জানুয়ারি শুরু হয়ে গিয়েছে। আর নতুন বছর পড়তেই আরও এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধির সময় এসে গিয়েছে।
কিন্তু এই আবহে এবার রাজ্য সরকার, কর্মীদের DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির পথে হাঁটল।
বছরের প্রথমেই এই নয়া চমকে বেশ খুশি সরকারী কর্মীরা।
নতুন বছর ২০২৫ এর শুরুতে এই দুর্দান্ত খবর রয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য
বর্ষশেষের দিন রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে।
গত মঙ্গলবার, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের কর্মচারীদের জন্য এবার একধাক্কায় ৭ শতাংশ মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।
আর এই বর্ধিত হাতে মহার্ঘ ভাতা বা DA মিলবে আজ অর্থাৎ ১ জানুয়ারী, ২০২৫ থেকে।
আগে যেখানে এই রাজ্যের সরকারী কর্মীরা ৩২ শতাংশ DA বা মহার্ঘ ভাতা পেতেন এখন সেখানে সেই DA এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৯ শতাংশে।
জানা গিয়েছে সরকারের এই মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণার সাথে সাথে রাজ্যের এক লাখেরও বেশি সরকারি কর্মচারী উপকৃত হতে চলেছেন।
এছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোতে কেবিন ক্রু পদের জন্য প্রায় ৫০০ যুবকদের দিল্লিতে আবাসিক দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়াও রাজ্যের চিকিৎসা পরিকাঠামোতেও নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে সরকার।
জানা গিয়েছে সমস্ত জেলা হাসপাতালে বিনামূল্যে ২৩ টি ক্যান্সারের ওষুধ সরবরাহ করবে। যার ফলে অনেকটাই উপকৃত হবে রাজ্যবাসী।
বছরের শুরুতেই ডিএ ঘোষণা করা হয়েছে মণিপুরের সরকারি কর্মীদের জন্য