বছর শেষে DA বাড়লেও সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ! চার মাসের বকেয়া টাকা হাতে পারেন না
- FB
- TW
- Linkdin
ডিএ বৃদ্ধি
সম্প্রতি রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করেছিল। বছর শেষেই সরকারি কর্মীদের হাতে ডিএর বর্ধিত টাকা পৌঁছে যাওয়ার কথা রয়েছে।
ডিএ বৃদ্ধি
সম্প্রতি পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাইলে পাওয়া রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ান হয়েছিল।
খুশি সরকারি কর্মীরা
রাজ্য সরকারের এই সিদ্ধান্ত স্বস্তি পেয়েছিল উত্তর প্রদেশের সরকারি কর্মীরা। কিন্তু তারপরই আসে হতাশার খবর।
যোগী রাজ্যে ঘোষণা
উত্তর প্রদেশ সরকারের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব দীপক কুমার সম্প্রতি বর্ধিত ডিএ প্রদানের নির্দেশিকা জারি করেছিলেন। তাতেই স্বস্তি পেয়েছিলেন সরকারি কর্মীরা।
এতদিন ডিএ
সদ্য জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী উত্তর প্রদেশের সরকারি কর্মীরা ২৩৯ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন।
বর্তমান ডিএ
এবার তা বাড়িয়ে করা হল ২৪৬ শতাংশ। গত ১ জুলাই থেকে কার্যকর করা হচ্ছে এই নতুন ডিএ।
কিন্তু...
তবে উত্তর প্রদেশের সরকারি কর্মীদের ডিএ জুলাই মাস থেকে বাড়লেও তারা বকেয়া হাতে পাচ্ছেন না।
টাকা পাবেন
রিপোর্ট বলছে, নভেম্বর মাস থেকে বর্ধিত মহার্ঘ ভাতা নগদে পাবেন উত্তরপ্রদেশের পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীন মাইনে পাওয়া রাজ্য সরকারি কর্মীরা।
বকেয়া ডিএ!
গত জুলাই থেকে অক্টোবর মাসের বকেয়া ডিএ হাতে আসবে না। বরং সেই টাকা কর্মচারী ভবিষ্য তহবিলে জমা হবে।
কত টাকা ডিএ
পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পাওয়া সরকারি কর্মীদের ১২% হারে এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৭% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়। এবার সেই একই হারে ডিএ বাড়াল উত্তরপ্রদেশ সরকার।