News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. শনিবার ভারতীয় জনতা পার্টি (BJP) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে রাজ্যে ধর্মীয় মেরুকরণে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছে। তাদের অভিযোগ, সাসপেন্ড হওয়া তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক হুমায়ুন কবিরকে মুসলিমদের মেরুকরণের জন্য ব্যবহার করা হচ্ছে। রাজ্যের মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ উদ্বোধনের দাবি করার পর বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবিরকে তার মন্তব্যের জন্য সাসপেন্ড করে। এরপরই এই ঘটনা সামনে আসে।

বিজেপি হুমায়ুন কবিরের সাসপেনশনে দেরি নিয়ে প্রশ্ন তুলেছে। গেরুয়া শিবির উল্লেখ করেছে যে, তিনি এর আগে হিন্দুদের হুমকি দিয়ে বলেছিলেন যে জেলায় মুসলিমরা ৭০ শতাংশ এবং হিন্দুরা মাত্র ৩০ শতাংশ। তাদের অভিযোগ, এই পদক্ষেপটি ধর্মীয় উদ্যোগের চেয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং তারা সতর্ক করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষ্ক্রিয়তা রাজ্যে অস্থিরতার ঝুঁকি তৈরি করতে পারে। বিজেপির প্রশ্ন হুমায়ুন যখন এই মন্তব্য করেছে তখন তাঁকে সতর্ক করা হয়নি কেন?

২. আইএসএল আয়োজন নিয়ে তৎপর হয়ে উঠল ক্লাবগুলি (indian super league)। এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে চিঠি পাঠাল আইএসএল-এর ১২টি ক্লাব। দাবি একটাই। ভারতীয় ফুটবলের মেগা টুর্নামেন্ট তথা আইএসএল দ্রুত শুরু করতে হবে (indian super league 2025)। বাণিজ্যিক পরিস্থিতি বিচার করে, অবিলম্বে এই প্রতিযোগিতা শুরু করতে হবে বলে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে। দরকার পড়লে, অংশগ্রহণকারী ক্লাবগুলিই লিগ আয়োজন করতে রাজি বলেও জানানো হয়েছে সেই চিঠিতে। যেমনটা ইউরোপের একাধিক দেশের লিগে দেখা যায়। জানা যাচ্ছে, একমাত্র ইস্টবেঙ্গল এই চিঠিতে সই করেনি। প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করে আইএসএল-এর সমস্ত ক্লাব। সেখানে ক্রীড়ামন্ত্রী আশ্বাস দেন, দ্রুত দ্রুত লিগ শুরু হবে। কিন্তু কীভাবে আয়োজন করা হবে লিগের? সেই বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা ছিল না। সেইজন্যই আরও একবার চিঠি দেওয়া হয়েছে এআইএফএফ সভাপতিকে।

৩. নানুরে তৃণমূল বুথ সভাপতিকে পিটিয়ে খুন, আহত আরও দুই। নানুর থানার অন্তর্গত পাতি সারা গ্রামে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি দোদোন থান্ডার কে পিটিয়ে খুন করা হয়েছে। তবে কি কারণে এই নৃশংস খুন, তা এখনও স্পষ্ট নয়।

ঠিক কী অভিযোগ উঠেছে?

ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুইজন। তাঁদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে মঙ্গলকোট হাসপাতালে। নিহত দোলোন থান্ডার এর দেহও ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বুথ সভাপতি কাজল শেখ অনুগামী হিসেবে পরিচিত ছিলেন সেই কারণেই কি খুন?সেই দিকেই এখন তদন্তকারীদের নজর।

৪. বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়েই হুমায়ুন কবীর বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন মুর্শিদাবাদে। এক হুমায়ুন ঘনিষ্ঠের কথায় এরজন্য খরচ হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা, বা তারও বেশি। পূর্ব ঘোষণা মতই শনিবার হুমায়ুন কবীর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। ব্যবস্থাপনা ছিল এলাহী। রাজ্য তো বটেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল ধর্মগুরুরা। শোনা যাচ্ছে প্রায় ৪০ জন বিশেষ অতিথি ছিলেন হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে।

মুর্শিদাবাদের বেলডাঙায় মরাদিঘি এলাকায় বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়। তারজন্য বিশেষ ব্যবস্থা করা হয়। কানাঘুষো শোনা যাচ্ছে প্রায় ৪০ হাজার অতিথির জন্য বিশাল ভোজের ব্যবস্থা করা হয়েছে। শাহী বিরিয়ানি তৈরি করা হয়েছে। অর্ডার দেওয়া হয়েছে সাতটি কেটারিং সংস্থাকে। শুক্রবার থেকেই রান্নার প্রস্তুতি শুরু হয়েছে।

৫. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটে একটি জনসভায় ভাষণ দেবেন। পশ্চিমবঙ্গে আসন্ন সাংগঠনিক কার্যকলাপ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই সভাটি অনুষ্ঠিত হবে। নদীয়া জেলার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বকে স্বীকৃতি দিতেই এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে একটি বিশাল জনসভায় ভাষণ দেবেন। একভাবে, ২০২৬ সালে পশ্চিমবঙ্গের পরিবর্তনে এই জনসভা একটি বিশাল ভূমিকা পালন করবে। নদিয়া জেলা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ জেলা। রানাঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে শান্তিপুরে, রামায়ণের মহান বাঙালি পণ্ডিত ও অনুবাদক কৃত্তিবাস ওঝার একটি স্মারক রয়েছে।”