সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে। 

'এসসি, এসটি, ওবিসি মেয়েদের ধর্ষণ করলে তীর্থযাত্রার পুণ্য হয়,' দাবি কংগ্রেস বিধায়কের

ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কংগ্রেস বিধায়ক (Congress MLA) ফুল সিং বারাইয়া। তাঁর দাবি, ‘তফশিলি জাতি (Schedule Castes), তফশিলি উপজাতি (Scheduled Tribes), অন্যান্য অনগ্রসর জাতের (OBC) মহিলাদেরই সবচেয়ে বেশি ধর্ষণ করা হয়। ধর্ষণ সম্পর্কে বলা হয়, কোনও পুরুষ রাস্তা দিয়ে যদি কোনও সুন্দরী মহিলাকে হেঁটে যেতে দেখেন, তাহলে তিনি যতই বুদ্ধিমান হন না কেন, তিনি অন্যমনস্ক হয়ে পড়বেনই। কিন্তু আদিবাসী বা এসসি, এসটি সম্প্রদায়ে কি কোনও সুন্দরী মহিলা আছে? তাহলে তাদের কেন ধর্ষণ করা হয়? কারণ, ধর্মগ্রন্থে লেখা আছে, কোনও পুরুষ যদি সংশ্লিষ্ট সম্প্রদায়গুলির মহিলাদের সঙ্গে যৌন সংসর্গ করে, তাহলে তীর্থস্থানে ভ্রমণের মতোই পুণ্য হবে। তাই কোনও পুরুষ যদি তীর্থক্ষেত্রে যেতে না পারে, তাহলে বিকল্প হিসেবে সে কী করবে? সে সংশ্লিষ্ট সম্প্রদায়গুলির কোনও মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করবে।’ কোন ধর্মগ্রন্থে এ কথা লেখা আছে, সে বিষয়ে অবশ্য কিছু বলেননি এই কংগ্রেস বিধায়ক। তাঁর আরও দাবি, কোনও মহিলার যদি সম্মতি না থাকে, তাহলে কোনও পুরুষের পক্ষে তাঁকে ধর্ষণ করা সম্ভব নয়।

'আপনার কাস্টডিতে আছি', প্রধান বিচারপতির কাছে সংবিধান-গণতন্ত্র রক্ষার আবেদন মমতার

জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতির সামনেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুধু তাই নয়, প্রধান বিচারপতির সামনে সংবিধানকে রক্ষা করার আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে মানহানি করা হচ্ছে। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সেখান থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার এজেন্সি নিয়ে সরব হন।

'গরিবের ভালো হয় এমন কাজ নির্মম তৃণমূল সরকার এগোতে দেয় না,' মালদায় তোপ নরেন্দ্র মোদীর

তৃণমূল কংগ্রেস (AITC) দল ও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়, বিজেপি (BJP) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে। শনিবার মালদা সফরে এসে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) ট্রেনের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার শাসক দল ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) পরিবর্তনের ডাক দিয়ে মোদী বলেন, ''এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন। আমি চাই, দেশের বাকি অংশের মতো বাংলার গরিবরাও পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পান। এখানে আয়ূষ্মান ভারত যোজনা চালু হোক। কিন্তু, আজ বাংলা পশ্চিমবঙ্গের একমাত্র এমন রাজ্য যেখানে পাঁচ লক্ষ টাকার আয়ূষ্মান যোজনা চালু হতে দেওয়া হয়নি। বিগত কয়েক বছরে এই যোজনায় দেশের কোটি কোটি গরিব মানুষ নিজেদের বিনামূল্যে চিকিৎসা করিয়েছেন। কিন্তু, তৃণমূল বাংলায় গরিব ভাই-বোনদের আয়ূষ্মান যোজনার লাভ নিতে দেয় না। এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন।'

৫জি ব্যবহারে আমেরিকাকে টপকে বিশ্বের মধ্যে দ্বিতীয় ভারত? স্বপ্নের 'ডিজিটাল ইন্ডিয়া'

টেলিকম ক্ষেত্রে ভারত নতুন রেকর্ড গড়েছে। বিশ্বের একাধিক দেশ 5G প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও, ভারত যেন দুর্বার গতিতে এগিয়ে চলেছে। মাত্র তিন বছরের মধ্যেই ভারত ৪০ কোটির বেশি 5G ব্যবহারকারীর দেশে পরিণত হয়েছে। আমেরিকা এবং ইউরোপকে কার্যত, পিছনে ফেলে দিয়ে ভারতবর্ষের এই ডিজিটাল বিপ্লব সম্পর্কে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বেশ আকর্ষণীয় মন্তব্য করেছেন।

কেরিয়ারে নতুন মাইলফলক, সুপাস্টার দেবের নাম চালু হল ডাকটিকিট

এবার থেকে ভারতীয় ডাক টিকিটে দেখা যাবে দেবের মুখ। শনিবার সেখবর দিয়ে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেতা। তিনি বলেন, আমি ভীষণভাবে সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট চালু করার জন্য ইন্ডিয়া পোস্টকে আমার আন্তরিক ধন্যবাদ।… এমন সম্মানের যোগ্য বলে বিবেচিত হওয়াটা আমার কল্পনারও অতীত। একজন মানুষ হিসেবে সকলের ভালোবাসা ও বিশ্বাসের এই স্বীকৃতি আমার পরমপ্রাপ্তি। আমি চিরকৃতজ্ঞ।