- Home
- India News
- জানুয়ারিতেই বাড়ছে এই কর্মীদের মহার্ঘ ভাতা! সরকারি ভাবে হল ঘোষণা, জানুন কতটা বৃদ্ধি পেল ডিএ
জানুয়ারিতেই বাড়ছে এই কর্মীদের মহার্ঘ ভাতা! সরকারি ভাবে হল ঘোষণা, জানুন কতটা বৃদ্ধি পেল ডিএ
- FB
- TW
- Linkdin
অবশেষে এই মাসেই সরকারি কর্মচারীদের সুখের দিন এলো। বহু প্রতিক্ষীত মাহার্ঘ ভাতা বৃ্দ্ধির খবর।
জানা গিয়েছে কেন্দ্রের সঙ্গে আরও কিছুটা তফাত কমিয়ে এই মাসেই বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ।
যার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিল রাজ্যের সরকারি কর্মচারীরা। জেনে নেওয়া কেন্দ্রের সঙ্গে কতটা তফাতে আছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা।
নতুন বছরের প্রথম মাসেই রাজ্যের সরকারি কর্মচারীদের বাড়ছে ডিএ বা মহার্ঘ ভাতা।
মণিপুরা রাজ্যের এন বীরেন সিং এই কথা ঘোষণা করেছেন।
তিনি জানিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীদের ৭ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বাড়বে বছরের প্রথম মাসেই আর এর ফলে ৩২ শতাংশের বদলে রাজ্যের সরকারি কর্মচারীরা
মহার্ঘ ভাতা বেড়ে হল ৩৯ শতাংশ।
কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা এখন পাচ্ছেন ৫৩ শতাংশ ডিএ।
এদিকে মণিপুরের রাজ্যের সরকারি কর্মচারীরা এই মাস থেকে ডিএ বাড়লে পাবেন ৩৯ শতাংশ।
অর্থাৎ এখনও সপ্তম বেতন কমিশেনর আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে ১৪ শতাংশ পিছিয়ে আছেন মণিপুর রাজ্যের সরকারি কর্মীরা।
এদিকে বাংলার রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির বিষয়ে এখনও পর্যন্ত কোনও কিছু ঘোষণা করেনি মমতা সরকার।
তবে কর্মীদের একাংশ এখনও আশা রাখছেন যে জানুয়ারিতে তাদেরও ডিএ বৃদ্ধির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এখনও বাংলার রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেত কমিশনেরর অধিনে আওয়ায় মাত্র ১৪ শতাংশ হারে ডিএ পান।
এবার কেন্দ্রের বা মণিপুরের থেকেও কতটা পিছিয়ে রয়েছে বাংলার সরকারি কর্মচারীরা তা নিজেরাই হিসেব কষে দেখুন।
বাংলার সরকারি কর্মীদের কবে এই সুদিন দেখবে এখন তারই অপেক্ষায় আছেন কর্মীরা। কবে তারাও তাঁদের বকেয়া ডিএ পাবেন সেটাই দেখার।