- Home
- India News
- বাতাসে বিষ! দিওয়ালির পরও মাত্রাছাড়া দূষণে জেরবার দিল্লি, বিজেপি সরকার 'ব্যর্থ' তোপ আপের
বাতাসে বিষ! দিওয়ালির পরও মাত্রাছাড়া দূষণে জেরবার দিল্লি, বিজেপি সরকার 'ব্যর্থ' তোপ আপের
Delhi AQI Today: দিওয়ালির পরই ধোঁয়াশার চাদরে ঢাকল রাজধানী দিল্লি। ফের নেমে গেল বাতাসের মান। কততে পৌঁছালো এয়ার কোয়ালিটি ইনডেক্স? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ধোঁয়াশায় মোড়া দিল্লি
দীপাবলি মিটতে না মিটতে আরও একবার ধোঁয়াশার চাদরে মুখ ঢাকল দেশের রাজধানী দিল্লির। নেমে গেল বাতাসের গুণমান। ধোঁয়াশায় পরিস্থিতি এতটাই খারাপ যে কাছের জিনিসও অস্পষ্ট। ফলে প্রশাসনের তরফে বাতাসের গুণমান বজায় রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও আদতে যে কাজের কাজ কিছুই হয়নি দিওয়ালির পরদিন দিল্লির আকাশে-বাতাসে মিলল তার প্রমাণ।
দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স
বুধবার দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিলো ৩৪৫। যা খারাপ বলেই ধরা হয়। এদিকে শীত আসার আগেই রাজধানীর বাতাসের মান নেমে যাওয়ায় দিল্লির বিজেপি সরকারকে তোপ দেগেছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
কোথায় কত নামল বাতাসের মান?
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) দ্বারা তৈরি SAMEER অ্যাপ অনুসারে, চারটি পর্যবেক্ষণ কেন্দ্র ইতিমধ্যেই 'গুরুতর' বিভাগে ছিল যেখানে AQI মাত্রা ৪০০ এর উপরে ছিল -- দ্বারকা (৪১৭), অশোক বিহার (৪০৪), উজিরপুর (৪২৩) এবং আনন্দ বিহার (৪০৪)। এবং প্রায় ৩০টি পর্যবেক্ষণ কেন্দ্র 'খুবই খারাপ' বাতাসের কথা জানিয়েছে, যেখানে AQI মাত্রা ৩০০-এর উপরে ছিল।
কী বলছেন বিশেষজ্ঞরা?
এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪০১ থেকে ৪৫০ অতিক্রম করলে তা খুব খারাপ এবং ভয়ানক বলেই ধরে নেন বিশেষজ্ঞরা। এবং এয়ার কোয়ালিটি ইনডেক্স ৫০ এর মধ্যে হলে তা খুব ভালো বলেই ধরে নেওয়া হয়। আবার ৫১ থেকে ১০১ এর মধ্যে থাকলে তা সন্তোষজনক হিসেবে ধরে নেওয়া হয়। ১০১ থেকে ২০০র মধ্যে হলে তা মাঝারি বলে বিবেচনা করা হয়। এবং ৩০০-র উপরে উঠে গেলেই তা খারাপ হিসেবে ধরা হয়।
বাতাসে বিষ
সোমবার বিকেলে ৩৮টি স্টেশনের মধ্যে ৩১টিতে 'অত্যন্ত খারাপ' বায়ুর মান রেকর্ড করা হয়েছে। যেখানে তিনটি স্টেশন 'গুরুতর' জোনের আওতায় পড়েছে, তথ্য অনুসারে। মঙ্গলবার এবং বুধবার বায়ুর মান আরও ব্যাপকভাবে 'গুরুতর' খারাপে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

