দিল্লিতে বিধানসভা নির্বাচনে জিতে ২৭ বছর পর ক্ষমতায় ফিরেছে বিজেপি। তবে এতদিন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি। ফলে রাজনৈতিক মহলে জল্পনা চলেছে।

বুধবারই দিল্লিতে বিজেপি-র মুখ্যমন্ত্রীর নাম ঠিক হয়ে যাচ্ছে। দলীয় দফতরে পরিষদীয় দলের বৈঠকে যোগ দিতে পৌঁছে গিয়েছেন বিজেপি-র দিল্লি রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেব। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, ‘রাত আটটার মধ্যে আমরা আপনাদের বলব।’ দিল্লির বিজেপি সভাপতি আরও জানিয়েছেন, দলের দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন। এরপর শপথ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা। বৃহস্পতিবার সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। এ বিষয়ে বীরেন্দ্র জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী, কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের কেন্দ্রীয় নেতৃত্ব, অটো রিকশা চালক, শ্রমিক এবং নাগরিক সমাজের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন।’

বানিয়া সমাজের প্রতিনিধি মুখ্যমন্ত্রী?

বিজেপি সূত্রে খবর, দিল্লিতে বানিয়া সমাজ থেকে কাউকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। এগিয়ে আছেন জিতেন্দ্র মহাজন। তিনি তৃতীয়বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। এবার রোহতাস নগর কেন্দ্র থেকে সরিতা সিংকে হারিয়ে দিয়েছেন জিতেন্দ্র। তিনি বানিয়া সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং আরএসএস-এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ আছে। দিল্লির রাজনীতিতে বানিয়া সমাজের প্রভাব আছে। সমাজের বিভিন্ন এবংশে প্রভাবশালী এবং আর্থিকভাবে শক্তিশালী বানিয়া সমাজ। কয়েক শতাব্দী ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত বানিয়ারা। এর ফলে বানিয়ারা আর্থিকভাবে শক্তিশালী। সেই আর্থিক ক্ষমতা রাজনীতিতেও প্রয়োগ করছেন বানিয়ারা। এবার দিল্লি বিধানসভা নির্বাচনে বানিয়া সমাজের সমর্থন পেয়েছে বিজেপি। এই কারণেই বানিয়া সমাজের কাউকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও বানিয়া সমাজের প্রতিনিধি।

দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার অনেকেই

এবার দিল্লি বিধানসভা নির্বাচনে নয়াদিল্লি আসনে কেজরিওয়ালকে হারিয়ে দিয়েছেন পরবেশ ভার্মা। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার। বীরেন্দ্র নিজেও মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার। তাঁর নেতৃত্বেই সংগঠন মজবুত করেছে এবং ২৭ বছর পর বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। এই কারণে তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হতেই পারেন। দিল্লি রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক এবং পাঞ্জাবি নেতা আশিস সুদও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মণীষ সিসৌদিয়া কেন হারলেন? দিল্লি বিধানসভা নির্বাচনে ধরাসায়ী হল AAP

'মিথ্যা-লুটপাটের রাজনীতি থামার স্পষ্ট ইঙ্গিত,' দিল্লি-মিল্কিপুরের ফল নিয়ে দাবি যোগীর

তিন দশক পর দিল্লি দখল করল বিজেপি! জয়ী প্রবেশ বর্মা আসল পরিচয় জানলে অবাক হবেন