- Home
- India News
- দিল্লির মুখ্যমন্ত্রী পদে বিজেপি নেত্রী রেখা গুপ্তা, জানেন তাঁর অ্যাকাউন্টে কত টাকা রয়েছে?
দিল্লির মুখ্যমন্ত্রী পদে বিজেপি নেত্রী রেখা গুপ্তা, জানেন তাঁর অ্যাকাউন্টে কত টাকা রয়েছে?
দিল্লির মুখ্যমন্ত্রীর দৌড়ে অপ্রত্যাশিতভাবে রেখা গুপ্তার নাম উঠে এসেছে। হেভিওয়েট নেতাদের পেছনে ফেলে প্রথমবারের বিধায়ক হিসেবে তিনি দিল্লির শাসনভার গ্রহণের সুযোগ পেয়েছেন। এই প্রেক্ষিতে, রেখা গুপ্তার সম্পত্তি সম্পর্কে জেনে নেওয়া যাক।

বর্তমানে সারা দেশে রেখা গুপ্তার নাম নিয়ে আলোচনা চলছে। বিজেপি হাইকমান্ড দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করার সাথে সাথেই, কে এই রেখা গুপ্তা? - এই প্রশ্ন সবার মনে উঠেছে। এতদিন পর্যন্ত কেবল নির্বাচনী এলাকার মানুষই রেখা গুপ্তাকে চিনতেন। দিল্লিতেও অনেকেই তাঁকে চিনতেন না।
হঠাৎ করেই দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তার নাম সারা দেশে পরিচিত হয়ে উঠল। বর্তমানে রেখা গুপ্তা সম্পর্কে জানার জন্য দেশের মানুষ আগ্রহী। ফলে গুগলে তিনি ট্রেন্ডিং।
রেখা গুপ্তার রাজনৈতিক জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত তথ্য সম্পর্কেও মানুষ জানতে আগ্রহী। তাঁর জন্মস্থান কোথায়? শিক্ষাগত যোগ্যতা কী? স্বামী, সন্তানদের তথ্য, সম্পত্তি - রেখা গুপ্তা সম্পর্কিত সবকিছুই জানার চেষ্টা করছেন মানুষ। এভাবেই দিল্লির সিএম রেখা গুপ্তা রাতারাতি দেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ নেত্রী হয়ে উঠেছেন।
বিশেষ করে রেখা গুপ্তার স্বামী এবং তাঁদের পারিবারিক সম্পত্তি সম্পর্কে জানার জন্য অনেকেই আগ্রহী। দিল্লি বিধানসভা নির্বাচনের সময় রেখা গুপ্তা নির্বাচন কমিশনে যে হলফনামা দাখিল করেছিলেন, সেই অনুযায়ী তাঁর সম্পত্তির বিবরণ এখানে উল্লেখ করা হল।
রেখা গুপ্তার সম্পত্তি :
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এখনও পর্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন। গত এক দশক ধরে তিনি দিল্লির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন পদে কাজ করেছেন। কিন্তু এখনও তাঁর নিজের কোন গাড়ি নেই। স্বামী মনীশ গুপ্তার নামে থাকা গাড়িটিই তিনি ব্যবহার করেন। সেটিও মাত্র ৪ লক্ষ টাকা মূল্যের মারুতি XL6 গাড়ি।
রেখা গুপ্তার সম্পত্তির ক্ষেত্রে স্থাবর সম্পত্তির মূল্য ৫.৩১ কোটি টাকা। শুধু সম্পত্তিই নয়, ঋণও বেশ কিছু আছে। তাঁর ১.২০ কোটি টাকার ঋণ আছে। আয়কর বিভাগে দাখিল করা তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় মাত্র ৬.৯২ লক্ষ টাকা।
স্থাবর সম্পত্তি:
৫.৩১ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি।
অস্থাবর সম্পত্তি:
১,৪৮,০০০ টাকা নগদ।
৭২.৯৪ লক্ষ টাকার ব্যাংক জমা।
বিভিন্ন কোম্পানিতে শেয়ার।
৫৩ লক্ষ টাকা মূল্যের এলআইসি বিনিয়োগ।
অলঙ্কার:
২২৫ গ্রাম সোনার অলঙ্কার, মূল্য ১৮ লক্ষ টাকা।
১৩৫ গ্রাম সোনার অলঙ্কার, মূল্য ১১ লক্ষ টাকা।
(স্বামী মনীশ গুপ্তা) রেখা গুপ্তার স্বামীর আয় :
রেখা গুপ্তার স্বামী মনীশ গুপ্তা কোটক লাইফ ইন্সুরেন্স এবং ব্যবসায় এজেন্সি অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেন। এছাড়াও নিকুঞ্জ এন্টারপ্রাইজ নামে ব্যবসা করেন। তিনিও ভালো আয় করেন।
আয়কর বিভাগে দাখিল করা তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে তিনি ৯৭.৩৩ লক্ষ টাকা আয় করেছেন। অর্থাৎ মনীশ গুপ্তার বার্ষিক আয় প্রায় এক কোটি টাকা। রেখা গুপ্তার আয়ের চেয়ে এটি অনেক বেশি।
রেখা গুপ্তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন :
রেখা গুপ্তার জন্ম ১৯৭৪ সালে হরিয়ানার জিন্দ জেলায়। সেই জেলার নন্দ গড় গ্রাম তাঁর জন্মস্থান। ছোটবেলায় তাঁর বাবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরি হওয়ায় পরিবার সহ দিল্লিতে চলে আসেন। সেখানেই রেখা গুপ্তার শিক্ষা জীবন কাটে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে দৌলত রাম কলেজ থেকে বি.কম পাশ করেন রেখা গুপ্তা। ডিগ্রি পড়ার সময় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপিতে যোগ দেন। একদিকে ভালো পড়াশোনা করার পাশাপাশি অন্যদিকে ছাত্র সমস্যা নিয়ে আন্দোলন করতেন। ডিগ্রির পর মেরঠের চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করেন।
ছাত্রী থেকে আইনজীবী হয়ে ছাত্র সংসদ থেকে রাজনৈতিক নেত্রী হয়ে ওঠেন। ২০০৭ সালে রেখা গুপ্তা পিথমপুর পৌর পরিষদের কাউন্সিলর হিসেবে প্রথম নির্বাচনে জয়ী হন। দক্ষিণ দিল্লি পৌর নিগমের মেয়র হিসেবেও কাজ করেছেন। এভাবে ধাপে ধাপে রাজনীতিতে উন্নতি করে শালিমার বাগ থেকে বিধায়ক নির্বাচিত হন।
২০১৫ সালে প্রথমবার শালিমার বাগ থেকে বিধায়ক হিসেবে লড়াই করার সুযোগ পান রেখা গুপ্তা। কিন্তু জয়ী হতে পারেননি। পরে ২০২০ সালেও বিজেপি থেকে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখনও পরাজয় এড়াতে পারেননি। অবশেষে ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার জয়ী হন। প্রথমবার বিধায়ক হিসেবে জয়ী হওয়ার পর অপ্রত্যাশিতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ লাভ করেন।