সংক্ষিপ্ত

ধর্ষণ, অ্যাসিড আক্রমণ এবং পকসো মামলার নির্যাতিতাদের এখন থেকে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে সমস্ত হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিক এবং মেডিকেল সেন্টারগুলিকে। ১৬ বছর বয়সী এক নাবালিকার ধর্ষণ মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে।

ধর্ষণে নির্যাতিতাদের বিনামূল্যে চিকিৎসা দেবে হাসপাতাল, নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। এবার থেকে ধর্ষণ, অ্যাসিড হামলা ও পকসো মামলার নির্যাতিতাদের বিনামূল্যে চিকিৎসা প্রদানে বাধ্য থাকবে। এদিন বছর ১৬-র এ নাবালিকার ধর্ষণের মামলার শুনানিতে এমনই জানাল দিল্লি হাইকোর্ট।

বিচারুতি প্রতিভা এম সিং ও বিচারপতি অমিত শর্মার ডিভিশন বেঞ্চ এদিন আদেশ দেয়, সমস্ত হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিক ও মেডিক্যাল সেন্টারগুলো এবার থেকে ধর্ষণ, যৌন অত্যাচার ও শিশুদের যৌন নিগ্রহের ঘটনায় বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে। এ সংক্রান্ত একগুচ্ছ নির্দেশনামা জারি করেছে আদালত।

যদি কোনও হাসপাতাল নির্যাতিতদের বিনামূল্যে চিকিৎসা প্রদানে অস্বীকার করে তাহলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। এর ফলে সংশ্লিষ্ট ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, স্টাফ থেকে শুরু কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্যাতিতদের ভপ্তি নেওয়া, যে কোনও প্রকার প্রাথমিক চিকিৎসা, জায়গনস্টিক পরীক্ষা, ল্যাব পরীক্ষা, অস্ত্রোপচার বিনামূল্যে করতে হবে। আদালত ছেড়ে দেওযার পর শারীরিক ও মানসিক কাউন্সিলিং, মানসিক সাহায্য, পরিবারের কাউন্সেলিং বিনামূল্যে করাতে হবে। এমন জানিয়েছে আদালত। শুনানিতে মোট ১৬টি গাউডলাইন জারি করেছে দিল্লি হাইকোর্ট। চিকিৎসার মধ্যে এইচআইভির প্রতিষেধক দেওয়া থেকে শুরু করে গর্ভাবস্থা চলে এলে তা খেয়াল রাখার দিকটিও বলতে চেয়েছে আদালত। এই নির্দেশ সরকারি ও বেসরকারি সকল হাসপাতালকে মানতে হবে। নির্দেশ না মানা হলে এক বছরের কারাবাস ও মোটা অঙ্কের জরিমানা ধার্য হতে পারে। এবার এমনই যুগান্তকারী রায় দিল দিল্লি হাইকোর্ট।