Humayun's Tomb complex: স্বাধীনতা দিবসে (Independence Day 2025) দিল্লিতে মোঘল সম্রাট হুমায়ূনের সমাধিস্থলে বড় দুর্ঘটনা। এদিন হুমায়ূনের সমাধিস্থলে অনেকে হাজির হয়েছিলেন। দুর্ঘটনায় কয়েকজন প্রাণ হারিয়েছেন।

DID YOU
KNOW
?
ইউনেস্কো হেরিটেজ সাইট
দিল্লির নিজামুদ্দিন অঞ্চলে অবস্থিত হুমায়ূনের সমাধিস্থল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সেখানেই দুর্ঘটনা ঘটে গেল।

Delhi Accident: শুক্রবার স্বাধীনতা দিবসের (Independence Day 2025) বিকেলে দিল্লির (Delhi) নিজামুদ্দিন (Nizamuddin) অঞ্চলে বড় দুর্ঘটনা ঘটে গেল। হুমায়ূনের সমাধিস্থলে (Humayun’s Tomb complex) দেওয়ালের একাংশ ভেঙে পড়ে অন্ত পাঁচজনের মৃত্যু হল। মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন মহিলা আছেন বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমায়ূনের সমাধিস্থলে এক দরগা আছে। সেখানেই শুক্রবার বিকেলে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দেওয়াল চাপা পড়ে অন্তত পাঁচজন প্রাণ হারান। বেশ কয়েকজন ধ্বংসস্তূপে আটকে পড়েন। দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু হয়। কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েকজন দুর্ঘটনাস্থলে আটকে আছেন। তাঁদেরও উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। দমকল বিভাগও উদ্ধারকার্যে যোগ দিয়েছে।

ঠিক কী হয়েছিল?

দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৩টে বেজে ৫১ মিনিটে খবর আসে, দুর্ঘটনা ঘটেছে। এই খবর পাওয়ার পরেই দুর্ঘটনাস্থলে যান দমকল ও জরুরি বিভাগের কর্মীরা। এরপরেই শুরু হয় উদ্ধারকার্য। এখনও পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখনও পর্যন্ত সাতজন আটকে আছেন বলে খবর পাওয়া গিয়েছে। তাঁদেরও উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।

দুর্ঘটনার শিকার ইমাম

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকেলে হুমায়ূনের সমাধিস্থলে যখন দুর্ঘটনা ঘটে, তখন সেখানে ১৫ থেকে ২০ জন ছিলেন। দরগার ইমামও তখন সেখানে ছিলেন। তিনিও দুর্ঘটনার শিকার হয়েছেন। পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা উদ্ধারকার্য শুরু করার পর দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছেন। সাধারণ মানুষকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে তদন্তের চেয়েও আপাতত উদ্ধারকার্যের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। তারপর তদন্ত শুরু হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।