
Delhi Encounter : বিহারের চার কুখ্যাত অপরাধীকে এনকাউন্টারে খতম করল দিল্লি পুলিশ! কী বললেন বিহার DGP?
Delhi Encounter : দিল্লির বাহাদুর শাহ মার্গ এলাকায় বুধবার গভীর রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে বিহারের চার দুষ্কৃতী। নিহতরা খুন, বেআইনি অস্ত্র রাখাসহ একাধিক মামলার অভিযুক্ত ছিল। ঘটনায় যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি চলছে।
Delhi Encounter : দিল্লির বাহাদুর শাহ মার্গ এলাকায় বুধবার গভীর রাতে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে বিহারের চার দুষ্কৃতী। দিল্লি পুলিশের অপরাধ শাখা ও বিহার পুলিশের যৌথ অভিযানে এই এনকাউন্টার ঘটে। মৃতরা হল রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহাতো (২৫), মনীশ পাঠক (৩৩) ও আমন ঠাকুর (২১)। পুলিশ জানায়, অপরাধীদের ধরতে গেলে তারা পালিয়ে যায় এবং গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে তিন পুলিশকর্মী আহত হন। পরে দুষ্কৃতীদের বিএসএ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতরা খুন, বেআইনি অস্ত্র রাখাসহ একাধিক মামলার অভিযুক্ত ছিল। ঘটনায় যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার বিস্তারিত জানিয়েছেন বিহারের ডিজিপি বিনয় কুমার