পাঠান-এর গানে শাড়ি পরেই নাচ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের, মন কাড়ল নেটিজেনদের

ছাত্রীদের সঙ্গে চার অধ্যাপকের তুলুম নাচ পাঠানের গানে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ।

/ Updated: Feb 22 2023, 05:07 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পাঠান ছবির 'ঝুমে জো পাঠান' গানে দিল্লি বিশ্ববিদ্যালের জেসাস অ্যান্ড মেরি কলেজের বাণিজ্য বিভাগ মজে গিয়েছে। পড়ুয়াদের সঙ্গে অধ্যাপকরাও এই গানের সঙ্গে কোমর দুলিয়ে নেটিজেনদের মুগ্ধ করে দিয়েছে। অধ্যাপকদের এই নাচ সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে রীতিমত ভাইরাল দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই ভিডিও। ক্লিপটিতে দেখা যাচ্ছে অ্যাম্ফিথিয়েটারে ঝুমে জো পাঠান গান বাজছে। প্রথমে তারই তালে নাচ করছে পড়ুয়ারা। তারপপরই তাদের সঙ্গে এসে যোগ দেন চার অধ্যাপিকা। যাদের পরনে ছিল শাড়ি। শাড়ি পরেই দুর্দান্ত নাচ করেন তারা। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকেই তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই এক লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। প্রত্যেকেই অধ্যাপকদের প্রশংসায় পঞ্চমুখ।