সংক্ষিপ্ত

 

  •  দিল্লি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যকে সাসপেন্ড করা হয়েছে  
  • দেশের রাষ্ট্রপতিই যোগেশ ত্যাগীকে সরিয়ে দিলেন 
  • কর্তব্য়ে গাফিলতি এবং পরিচালনায় অনিয়মের অভিযোগ 
  • তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন ভিজিটর রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ 


 দিল্লি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যকে সাসপেন্ড করা হয়েছে। দেশের রাষ্ট্রপতিই  দিল্লি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য-অধ্যাপক যোগেশ ত্যাগীকে সরিয়ে দিলেন। কর্তব্য়ে গাফিলতি এবং পরিচালনায় অনিয়মের অভিযোগ তুলে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন ভিজিটর রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। 

আরও পড়ুন, সুব্রতকে সরিয়ে সাধারণ সম্পাদক অমিতাভ, বাংলা বিজেপির সাংগঠনিক পদে বড়সড় রদবদল

কেন্দ্রীয় সূত্রে খবর, দিল্লি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য-অধ্যাপক যোগেশ ত্যাগীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে তদন্তের জন্যই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি দিল্লি বিশ্ব বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত বিতর্কে জড়িয়ে পড়েছিলেন যোগেশ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে শিক্ষা মন্ত্রক রাষ্ট্রপতির দ্বারস্থ হয়। মঙ্গলবার রাতেই যোগেশকে সরানোর সবুজ সঙ্কেত দেন রাষ্ট্রপতি। 

আরও পড়ুন, শিশুরাই করোনার সুপার স্প্রেডার, স্কুল খোলার আগে চরম আশঙ্কা প্রকাশ করল ICMR

প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী  দিল্লি বিশ্ব বিদ্যালয় চালাতে ব্য়র্থ হয়েছিল যোগেশ ত্যাগী। গত সপ্তাহে বৃহস্পতিবার  সহ উপাচার্যর পদ থেকে পিশি যোশীকে সরিয়ে দেন যোগেশ ত্যাগী। নিয়োগ করা  হয় গীতা ভাটকে। এরপরেই ওঠে বিতর্কের ঝড়।