পুণ্যস্নান করতে প্রয়াগরাজের উদ্দেশ্যে যারা যাচ্ছেন সেই সেই ভিড় দেখলে মাথা অস্থির লাগবে। লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রয়াগরাজ ঢোকার আগে রাস্তায় দাঁড়িয়ে । কেউ রাত-দিন-রাত কাটিয়ে দিচ্ছেন গাড়িতেই। গাড়ির মধ্যেই খাওয়া আবার সেখানেই ঘুম। 

বড় রকমের যানজটে অবরুদ্ধ হয়ে রয়েছে কুম্ভের পথ। কয়েক ঘন্টা পার হলেও এগোচ্ছে না গাড়ি । আটকে পুণ্যার্থীদের দল। মহাকুম্ভে ত্রিবেণীসঙ্গমে লক্ষ লক্ষ পুণ্যার্থী ডুব দিতে যেতে চাইছেন প্রয়াগরাজে। বিশাল যানজটে আটকে নাজেহাল হয়ে অনেকেই ফেরার পথ ধরেছেন। কেউ আবার কুম্ভে যাবেন জেদ ধরে সেই জ্যামের মধ্যেই আটকে রইলেন।

মহাকুম্ভের ভিড় তো জনসমুদ্র বলা যায়, কিন্তু পুণ্যস্নান করতে প্রয়াগরাজের উদ্দেশ্যে যারা যাচ্ছেন সেই সেই ভিড় দেখলে মাথা অস্থির লাগবে। লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রয়াগরাজ ঢোকার আগে রাস্তায় দাঁড়িয়ে । কেউ রাত-দিন-রাত কাটিয়ে দিচ্ছেন গাড়িতেই। গাড়ির মধ্যেই খাওয়া আবার সেখানেই ঘুম। ট্রাফিক জ্যামে রেকর্ড করেছে উত্তরপ্রদেশে। জানা গেছে, বিহার ছেড়েই বেরোতে পারেননি বহু পুণ্যার্থী ট্রাফিক জ্যামের জন্য ।মঙ্গলবার ভোরের সাসারামে রোহতস ন্যাশনাল হাইওয়ের জ্যাম দেখে এনেকেই মনে করতে পারছেন না শেষ কবে এমন ঘটনা ঘটেছে।

বুধবার মাঘি পূর্ণিমা। সেই উপলক্ষ্যে আরও বেশি মাত্রায় ভিড় হওয়ার আভাস পেয়ে উত্তরপ্রদেশ সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে । ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে গোটা প্রয়াগরাজ জুড়ে । মঙ্গলবার বিকেলে পর থেকে শহরে গাড়ি ঢোকার ব্যপারে নিয়ন্ত্রণ করা হবে ।ইতিমধ্যেই প্রচুর ভক্তরা দাবি জানিয়েছেন, কুম্ভে যাওয়ার পথে গাড়ি নিয়ে বিহার ছাড়াতেই যানজটের শিকার হতে হচ্ছে। কাউকে কাউকে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় গাড়ি নিয়ে রাত কাটাতে হয়েছে। দুর্ভোগে পড়া পুণ্যার্থীরা আক্ষেপ করে বলছেন, ত্রিবেণী সঙ্গম ঘাট পর্যন্ত যাওয়া হবে কিনা জানা নেই তবে এই পথই আপাতত মহাকুম্ভ মেলায় পরিণত হয়েছে। পুণ্যার্থীদের ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পুণ্যার্থীদের কোনও কথাই শোনা হচ্ছে না। রাস্তা ক্লিয়ার করার ব্যবস্থাও নেওয়া হচ্ছে না ট্রাফিক বিভাগ থেকে। ১২ ফেব্রুয়ারি বুধবার মাঘি পূর্ণিমা। এই পুণ্যতিথিতে পুণ্যস্নান করতে মহাকুম্ভে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন কয়েক কোটি পুণ্যার্থী । আরও দলে দলে পুণ্যার্থীরা ঢোকার অপেক্ষায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। তবে কতজন আর ঢুকতে পারবেন কুম্ভে তা কেউই বলতে পারছে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।