বিজয়াদশমীর শুভ দিনে জন্ম নেওয়া এক শিশুকন্যাকে দেবী দুর্গার সাজে সজ্জিত করলেন একজন চিকিৎসক, হাসপাতাল ওয়ার্ডে উৎসবের আমেজ ছড়িয়ে দিলেন।

সোশ্যাল মিডিয়ায় মানুষের মন জয় করে নিল এক ভিডিও। বিজয়া দশমীর শুভ দিনে জন্ম নেওয়া এক শিশুকন্যাকে ঐশ্বরিকভাবে পৃথিবীতে স্বাগত জানালেন চিকিৎসকরা। বিজয়া দশমীর শুভ দিনে জন্ম নেওয়া শিশুটিকে দেবী দুর্গার সাজে সজ্জিত করলেন একজন চিকিৎসক। ছোট্ট মা দুর্গাকে দেখে হাসপাতাল ওয়ার্ডে উৎসবের আমেজ। 

নবজাতককে মা দুর্গার ঐতিহ্যবাহী রঙ লাল এবং সোনালী রঙের কাপড়ে জড়ানো, কপালে একটি ছোট্ট টিপ, মাথায় মুকুট পরিয়ে পরিবারের সঙ্গে পরিচয় করালেন ওই চিকিৎসক। চিকিৎসক ওই নবজাতককে মা অম্বের সাজে সজ্জিত করেছিলেন, দেবীর শক্তি এবং ক্ষমতার প্রতীক হিসেবে।

চিকিৎসক যখন আলতো করে শিশুটিকে ঘরে নিয়ে আসেন, তখন আবেগে আপ্লুত বাবা-মা তাদের সন্তানের ছোট্ট পা স্পর্শ করে আশীর্বাদ প্রার্থনা করেন, শুধু তাই নয়, পরিবারের সকলে ওই ছোট্ট দুর্গার পা ছুঁয়ে তাঁকে স্বাগত জানান। বলাই বাহুল্য, এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি। সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা বলছেন তাঁদের মন ভাল হয়ে গিয়েছে এই ভিডিও দেখে। 

Scroll to load tweet…

হৃদয় স্পর্শ করা মুহূর্তের এই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে মানুষ তাদের বিস্ময় প্রকাশ করেন। সুন্দর মন্তব্যে ভরে গেছে নেটদেওয়াল। দৃশ্যটিকে "আজ ইন্টারনেটে সেরা জিনিস" হিসাবে বর্ণনা করে, ব্যবহারকারীরা পোস্টে লাভ ইমোজি, হার্ট ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন। দেখুন কী বললেন এক এক জন

Scroll to load tweet…


Scroll to load tweet…