সংক্ষিপ্ত

 

  • প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন যশরাজ কন্যা 
  • দুর্গা যশরাজ সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানান
  • প্রধানমন্ত্রী একটি শোকবার্তা পাঠিয়েছিলেন 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন জনপ্রিয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত যশরাজের কন্য দুর্গা যশরাজ। ১৭ অগাস্ট মৃত্যু হয় পণ্ডিশ যশরাজের। তাঁর কাজের ও অসামান্য প্রতিভার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী একটি শোকবার্তা পাঠিয়েছিলেন। তারই প্ররিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রয়াত শিল্পীর কন্যা। 

সোশ্য়াল মিডিয়ার মাধ্যমেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। দুর্গা যশরাজ লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, আপনার পাঠান শোকবার্তার জন্যই অনেক ধন্যবাদ। প্রকৃতপক্ষে ভারতীয় ধুপদী সঙ্গীত জগৎ ও পরিবারের সদস্যদের জন্য পণ্ডীত যশরাজের মৃত্যু একটি বিশাল ক্ষতি। বাপুজির প্রতি তাঁর আন্তরিক শ্রদ্ধা আর স্মৃতিচারণ করার জন্য ধন্যবাদ। 


১৭ অগাস্ট নিউ জার্সিতে মারা যান পণ্ডিত যশরাজ। ৯০ বছর বয়সে তাঁর মৃত্য হয়। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। বেশ কয়েক দিন ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। মাত্র দশ বছর বয়স থেকেই সঙ্গীত সাধনা শুরু করেছিলেন পণ্ডিত যশরাজ। তারপর নিজ প্রতিভায় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে নক্ষত্রের আসন গ্রহণ করেন তিনি।