সংক্ষিপ্ত

  • দশেরা উৎসবকে কেন্দ্র করে ধুন্ধুমার রাজস্থানের মলপুরে
  • দশেরার মিছিলে ছোড়া হল পাথর
  • পরিস্থিতি সামাল দিতে কার্ফু জারি করা হয়েছে
  • রাবণের পুতুল দহন রাতের বদলে করতে হয় ভোরে

সাধরণত পাথর ছুড়ে প্রতিবাদ করতে দেখা যায় জম্মু ও কাশ্মীরে। কিন্তু এবার সেই পাথর ছোড়ার সাক্ষী হল রাজস্থানও। দশেরা উৎসবকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধল টোঁক জেলার মলপুরে।  

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের মতো মলপুরেও মঙ্গলবার রাতে রাবণের পুতুল গড়ে তাতে আগুন ধরিয়ে বিজয়া পালনের আয়োজন করা হয়েছিল। কিন্তু দশেরার মিছিল চলাকালীন সেই মিছিলের উপর একদল দুষ্কৃতী আচমকাই পাথর ছুড়তে শুরু করে।

এরপর স্থানীয়রাও পাল্টা প্রতিবাদে ফেটে পড়েন। উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। অবস্থা সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত মলপুরে কার্ফু জারি করেছে প্রশাসন।

এই ঝামেলার জেরে রাবণের পুতুল দহন রাত পর্যন্ত করা যায়নি। অবশেষে বুধবার ভোরের দিকে সেই রীতি পালন করা হয়।

অন্যদিকে, প্রতিবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিজয়া উৎসবে অংশ গ্রহণ করেন। নয়া দিল্লির দ্বারকায় ডিডিএ গ্রাউন্ডে রাবণের পুতুলের উদ্দেশ্যে তিনি তির ছোড়েন। প্রধানমন্ত্রী সেই মুহূর্তের একটি ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন।