Delhi earthquake today:  অফিস টাইমে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। কত ছিল কম্পনের তীব্রতা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Delhi Earthquake Update: সাতসকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি (Delhi News) সহ আশেপাশের এলাকা। অফিস টাইমে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি সহ হরিয়ানা, গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম। কম্পন আতঙ্কে ঘর ছেড়ে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। একে মুষলধারা বৃষ্টি চলছে তার মধ্যে এই ভূমিকম্পে স্বাভাবিক ভাবেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রাজধানীর বাসিন্দাদের মনে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৯টা ৪ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৪.৪। প্রায় ১৫ সেকেন্ড ধরে রাজধানী সহ আসেপাশের এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। এই বিষয়ে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল দিল্লির সীমান্ত লাগোয়া হরিয়ানার ঝাজ্জরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্প এতটাই জোরাল ছিল যে উৎসস্থল থেকে ৫১ কিলোমিটার দূরে দিল্লিতেও কম্পন অনুভূত হয়।

Scroll to load tweet…

জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে এমনিতেই টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে দিল্লির বিস্তীর্ণ এলাকা। একে জল যন্ত্রণায় তীব্র ভোগান্তি। রেহাই নেই বৃষ্টির হাত থেকে। তার উপর বৃহস্পতিবার সকালের ভূমিকম্পে নতুন করে শুরু হয়েছে চাপা আতঙ্ক। ১৫ সেকেন্ডের ভূমিকম্পে ভয় পেয়ে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় মানুষজন। কম্পনের তীব্রতা এতবেশি ছিল যে, দুলতে থাকে বড়বড় বাড়িঘর, ফ্ল্যাট, আবাসন। ভূমিকম্পের ভয়ে প্রাণ বাঁচাতে অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসে লোকজন। আবার কেউ কেউ অফিসেই ডেস্কের নীচে আশ্রয় নেয়। 

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।