সংক্ষিপ্ত

দিল্লি ও পার্শ্ববর্তী এলাকা, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরে কম্পনের মাত্রা ছিল বেশি। আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়। বিশেষ করে হিন্দুকুশ পর্বতশ্রেণী এলাকায়।

 

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের জেরে, কম্পন অনুভূত হল দিল্লি ও জম্মু ও কাশ্মীরেও। শনিবার আফাগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়। তারই জেরে সন্ধ্যেবেলা কেঁপে ওঠে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকা। শনিবার রাত ৯টার সময় কম্পন অনুভূত হয়ে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকা। আতঙ্কে বহু মানুষই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। অনেকেই কম্পনের ভিডিও শ্যুট করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। ভূমিকম্পের উৎস্থল আফগানিস্তান হলেও দিল্লি, নয়ডা, ফরিদাবাদ , গুরুগ্রাম এমনকি জম্মু ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয়।

ন্যাশানাল সিসমোলজি জানিয়েছে, দিল্লি ও পার্শ্ববর্তী এলাকা, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরে কম্পনের মাত্রা ছিল বেশি। আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়। বিশেষ করে হিন্দুকুশ পর্বতশ্রেণী এলাকায়। এটি ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। শনিবার আফগানিস্তানের স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ হিন্দুকুশ অঞ্চলে একটি ৫.৮মাত্রার ভূমিকম্প আঘাত করেছে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) জানিয়েছে। ভূমিকম্পের উৎস ছিল ১৯৫ কিলোমিটার গভীরে।

চলতি বছর এই নিয়ে তিন বার কেঁপে উঠল দিল্লি। গত ২১ মার্চ ভূমিকম্প হয়েছিল দিল্লিতে। সেবারও কম্পনের উৎসস্থল ছিল আফগানিস্থান। তার আগে গত ২৪ জানুয়ারি ভয়াবহ ভূমিকম্প হয় দিল্লিতে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৮। তার আগে ৫ জানুয়ারি কম্পন অনুভূত হয়েছিল কাশ্মীরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৯। তবে সেই দিন ভারতের উত্তর অংশের সংঙ্গে কেঁপে উঠেছিল পাকিস্তান ও আফগানিস্তানের কিছু অংশ।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে বলেছেন, দিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করি সবাই নিরাপদে আছেন। দিল্লির মানুষ, আমরা আশা করি আপনারা সবাই নিরাপদ আছেন! যেকোনো জরুরি সাহায্যের জন্য, ১১২ ডায়াল করুন, দিল্লি পুলিশ একটি টুইটে বলেছে।