সংক্ষিপ্ত

রবিবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরের পর সোমবার, একেবারে সপ্তাহের শুরুতেই কম্পন গিয়ে ধাক্কা দিল দক্ষিণ-পূর্ব আর পশ্চিম ভারতের মাটিতে।

উত্তর ভারতে একের পর এক ভূমিকম্পের আঘাত অব্যাহত রয়েছে। ২০২৩-এ প্রায় প্রত্যেক সপ্তাহেই হালকা থেকে মাঝারি মাপের কম্পন হয়ে চলেছে, যা যথেষ্ট আতঙ্কিত করে তুলছে আঞ্চলিক বাসিন্দাদের। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশাতেও গত সপ্তাহে আঘাত হেনেছে ভূমিকম্প। রবিবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরের পর সোমবার, একেবারে সপ্তাহের শুরুতেই কম্পন গিয়ে ধাক্কা দিল দক্ষিণ-পূর্ব ভারতের মাটিতে। তারপর সকাল শুরু হতেই ফের আঘাত। দ্বিতীয় আঘাতটি অনুভূত হল পশ্চিমের রাজ্য গুজরাটে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে যে, ৬ মার্চ, সোমবার, সকাল ৫টা বেজে ৭ মিনিট নাগাদ কেঁপে ওঠে নিকোবর দ্বীপের মাটি। এই কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে সোমবারের ভূকম্পনের মাত্রা ছিল ৫.০।

 

 

এই কম্পনটি হওয়ার প্রায় দেড় ঘণ্টার মধ্যেই দ্বিতীয় কম্পনের খবর আসে। দ্বিতীয় কম্পনটি হয়েছে ভারতের পশ্চিম দিকের রাজ্য গুজরাটে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে যে, ৬ মার্চ, সোমবার, সকাল ৬টা বেজে ৩২ মিনিট নাগাদ কেঁপে ওঠে গুজরাটের মাটি। এই কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। দ্বারকা থেকে প্রায় ৪৩১ কিলোমিটার উত্তরে এই কম্পন আঘাত করেছে। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৪.৩।

দুই জায়গাতেই ভূমিকম্পের আঘাত মাঝারি মাপের হওয়ার কারণে এলাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এর আগে শুক্রবার ভোর হতেই কেঁপে উঠেছিল ওড়িশার মাটি। তারপর রবিবার, অর্থাৎ গতকাল স্বল্প মাত্রার কম্পন অনুভূত হয়েছে জম্মু-কাশ্মীরের শ্রীনগর থেকে ৩৮ কিলোমিটার উত্তরে। এরপর সোমবার আবার মাটি কেঁপে ওঠায় স্বাভাবিকভাবেই দেশের ভৌগোলিক পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভূতত্ত্ববিদরা।

 

 

আরও পড়ুন-

সাতসকালে কেঁপে উঠল ভারতের মাটি, জম্মু-কাশ্মীরে আতঙ্কে সাধারণ মানুষ
সোমবার কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? চোখ রাখুন আজকের পেট্রোল-দরে
ব্রা পরে মহিলারা মডেলিং করতে পারবেন না, চিন সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে এবার মহিলাদের অন্তর্বাস পরে বেরোচ্ছেন পুরুষরাই
বিহারের পরিযায়ী শ্রমিকদের তামিলনাড়ুতে হামলা করার ‘মিথ্যা’ ভিডিয়ো প্রচারের অভিযোগ, বিজেপির সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে মামলা দায়ের