নিষিদ্ধ জঙ্গি সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এনফের্সমেন্ট ডিরেক্টরেট এসডিপিআই দলের প্রধান নেতা মইদীন ফৈজিকে গ্রেফতার করেছে।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এনফের্সমেন্ট ডিরেক্টরেট এসডিপিআই দলের প্রধান নেতা মইদীন ফৈজিকে গ্রেফতার করেছে। মইদীন ফৈজি অনেকের কাছেই মইদীন কুট্টি নামেও পরিচিত। তাঁকে ৩ মার্চ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়।
২০০৯ সালে এসডিপিআই পার্টি প্রতিষ্ঠা করা হয়েছিল। দলের সদর দফতর দিল্লিতে। তদন্তকারীদের দাবি নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া বা পিএফআই-এর রাজনৈতিক শাখাই হল এসডিপিআই। এসডিপিআই দলের প্রথানই ফয়েজি। পিএফআইকে ২০২২ সালে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। ফৈজিকে গ্রেফতার করার পাশাপাশি তাঁর কাছে থাকা সমস্ত নথিপত্র ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি।
ইডির- মুখপাত্র জানিয়েছেন, 'নফোর্সমেন্ট ডিরেক্টরেট ফৈজিকে বেশ কয়েকবার তলব করেছিল। ১২ বার সুযোগ দেওয়া সত্ত্বেও, তিনি হাজির না হয়ে তদন্ত এড়িয়ে চলেছিলেন। ২০২৪ সালের ২৮ মার্চ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফৈজির বিরুদ্ধে তার অনুপস্থিতির জন্য সংশ্লিষ্ট আদালতে অভিযোগ দায়ের করে। গত বছরের ১৭ ডিসেম্বর জারি করা আদেশ অনুসারে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে অসহযোগিতা করার জন্য ১৭ জানুয়ারী তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়। তাকে খুঁজে বের করার চেষ্টা করা সত্ত্বেও, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি'।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আরও জানিয়েছে ২০১৩ সালে জাতীয় সংস্থা এফআইআর জায়ের করেছিল। তারই ভিত্তিতে পিএফআই ও সংগঠনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে অর্থ পাচার ইস্যুতে তদন্ত শুরু করা হয়। তদন্তে জানা গিয়েছে, পিএফআইআই এর নির্বাহীসদস্য ও কর্মচারিরা গোটা দেশেই সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ করছে। ভারত ও বিদেশে ব্যাঙ্ক, হাওয়ালার মাধ্যমে অর্থ সংগ্রহ করছে। তেমনই জানিয়েছে ইডির এক মুখপাত্র।
সবিস্তারে আসছে...


