সংক্ষিপ্ত

বৃহস্পিতাবর ব্যাঙ্কশাল কোর্টে রেশন দুর্নীতি মামলার শুনানি ছিল। সেই সময় প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে ভর্তির কথা জানান হয়।

 

রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কিন্তু রাজ্যের মন্ত্রীর এই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির কথা জানতই না কেন্দ্রীয় সংস্থার। কিন্তু রেশন দুর্নীতি তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। কিন্তু হাসপাতালে ভর্তির কথা তাদের জানান হয়নি বলেও আদালতে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় সংস্থা।

বৃহস্পিতাবর ব্যাঙ্কশাল কোর্টে রেশন দুর্নীতি মামলার শুনানি ছিল। সেই সময় প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে ভর্তির কথা জানান হয়। আদালতে জেল কর্তৃপক্ষ জানিয়েছে শ্বাসকষ্ট হচ্ছিল। আর সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ইডি আদালতে জানিয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অসুস্থ এই ঘটনা তাদের কেউ জানায়নি। কিন্তু যেহেতু তারা জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে, সেই কারণেই সৌজন্যমূলকভাবে হলেও তাদের জানান উচিৎ ছিল। কিন্তু তাদের জানান হয়নি।

অন্যদিকে এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদন করের তাঁর আইনজীবী। তাতে আপত্তি জানিয়েছে ইডি। সংস্থার পক্ষে থেকে আদালতে একটি লিখিত জবাব দেওয়া হয়েছে। পাল্টা জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী জবাব পড়ার জন্য কিছুটা হলেও সময় চেয়েছেন। আগামী ২০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। গত বছর অক্টোবরে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির পর থেকেই একাধিক শারীরিক সমস্যার কথা উঠে এসেছে। গ্রেফতারির পরবর্তী সময়ই কয়েকবার তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। কখনও সরকারি কখনও আবার বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছে।

কেন্দ্রীয় সংস্থা আগেই জানিয়েছে, এসএএসকে এম হাসপাতালে ভর্তি থাকার সময় জ্যোতিপ্রিয় মেয়ের কাছে চিঠি দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময় তা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল। কিন্তু এর আগেও জ্যোতিপ্রিয়র শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন আইনজীবী। কিন্তু তা মঞ্জুর করেনি আদালত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।