সংক্ষিপ্ত
১৯৫০ সালের পর ফের দেশে ফিরছে চিতা। প্রধানমন্ত্রীর উদ্যোগে সূদুর নামিবিইয়া থেকে আনা হবে আটটি চিতা। ১৯৫০-এর দশকে ভাতর থেকে বিলুপ্ত হয়ে যায় চিতা। তাই ভারতে চিতার পর্যাপ্ত বংশবৃদ্ধি করতে এই বিশেষ উদ্যোগ।
নামিবিয়া থেকে ভারতের মাটিতে নামল আট চিতা। বি-৭৪৭ জাম্বো জেট প্লেনে করে মধ্যপ্রদেশে পৌঁছল চিতাগুলি। সেখান থেকে বায়ুসেনার কপ্টারে করে তাদের মধ্যপ্রদেশের কুনো জাতীয় অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয়। শনিবারই চিতাগুলিকে অরণ্যে ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর ৭২ তম জন্মদিনে মুক্ত করা হয় চিতাগুলিকে। এটিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনের অঙ্গ হিসেবেঅ দেখছেন অনেকে।
জানা যাচ্ছে আটটি চিতার মধ্যে তিনটি পুরুষ ও পাঁচটি মেয়ে চিতা। স্ত্রী চিতাগুলির বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে। আর পুরুষ চিতাগুলি সাড়ে চার থেকে পাঁচ বছরের। শনিবার সকাল আটটা নাগদ তাদের গ্বালিয়রে বায়ুসেনা বিশেষ কপ্টারের মাধ্যমে নিয়ে আসা হয়।
আরও পড়ুন - বাসের ধাক্কায় মাথায় চোট, হেঁটে গিয়ে স্কুলে পৌঁছে মৃত্যুর কোলে ঢলে পড়ল ক্লাস ওয়ানের ছোট্ট নীতিশ
আরও পড়ুন - আচমকাই চরিত্র বদলে ফেলেছে ডেঙ্গি, রোগের লক্ষণ বারবার বদলে যাওয়ায় উদ্বেগে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ
১৯৫০ সালের পর ফের দেশে ফিরছে চিতা। প্রধানমন্ত্রীর উদ্যোগে সূদুর নামিবিইয়া থেকে আনা হবে আটটি চিতা। ১৯৫০-এর দশকে ভাতর থেকে বিলুপ্ত হয়ে যায় চিতা। তাই ভারতে চিতার পর্যাপ্ত বংশবৃদ্ধি করতে এই বিশেষ উদ্যোগ। নামিবিয়া থেকে এসে মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে ঠাঁই পায়ে এই চিতাগুলি। ‘প্রজেক্ট চিতা’ সফল করতে ব্যবস্থা করা হয়েছে বিশেষ বিমানের।
আরও পড়ুন - ৭০ বছর পর ভারতে আসছে চিতা, জন্মদিনে নিজে হাতে জাতীয় উদ্যানে ছাড়বেন প্রধানমন্ত্রী মোদী