সংক্ষিপ্ত

হাজার হাজার মানুষকে শেষ করে দেওয়ার প্ল্যান রয়েছে তার। সারা দেশে কুড়িটি জায়গায় ভয়াবহ বিস্ফোরণের ছক ফাঁস হয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর।

প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়ে মেল পাঠানো ঘিরে তোলপাড়। যে ব্যক্তি মেলটি পাঠিয়েছেন, তার দাবি তার কাছে নাকি ২০ কেজি আরডিএক্স রয়েছে। হাজার হাজার মানুষকে শেষ করে দেওয়ার প্ল্যান রয়েছে তার। সারা দেশে কুড়িটি জায়গায় ভয়াবহ বিস্ফোরণের ছক ফাঁস হয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর।

কি লেখা রয়েছে ওই হুমকি মেলে

যে ব্যক্তি ইমেলটি পাঠিয়েছে, তার দাবি মোদী তার জীবন নষ্ট করে দিয়েছেন। কোনও ভাবেই মোদী আর বেঁচে থাকুন, সেই ব্যক্তি চায় না। মোদীকে খুন করার পরিকল্পনা কষেছে সে। মেলে এটাও লেখা রয়েছে, যে যারা মোদীকে কুন করতে পারবে, এরকম লোককও তার চেনা রয়েছে। তাই দেশের প্রধানমন্ত্রীকে খুন করা তার কাছে কোনও ব্যাপার নয়। 

ওই ব্যক্তির দাবি গোটা দেশ জুড়ে তান্ডব চালাবে সে। ২০টি জায়গায় আরডিএক্স পাঠিয়ে বিস্ফোরণ ঘটাবে। ইতিমধ্যে ২৮শে ফেব্রুয়ারি থেকে তার স্লিপার সেলদের সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এই হুমকি মেইল পেয়েছে, যারা বিষয়টি তদন্ত করবে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। রিপোর্ট জানাচ্ছে এই কাজের জন্য কমপক্ষে ২০টি স্লিপার সেল সক্রিয় করা হয়েছে। এই স্লিপার সেলগুলির কাছে ২০ কিলোগ্রাম আরডিএক্সও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইমেল অনুসারে, পরিকল্পনাটি তৈরি করা হয়েছে এবং বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। বিভিন্ন সন্ত্রাসী সংগঠনও এই পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে দাবি করেছে।

এনআইএ-র মুম্বই শাখা মেলটি পায়। এনআইএ জানিয়েছে তারা ইমেলটি বিভিন্ন সংস্থার সাথে শেয়ার করেছে। সাইবার সিকিউরিটি এজেন্সি এখন যে আইপি অ্যাড্রেস থেকে ইমেল পাঠানো হয়েছে তা শনাক্ত করার চেষ্টা করছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) হল ভারতের প্রাথমিক সন্ত্রাসবিরোধী টাস্ক ফোর্স। সংস্থাটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রাজ্যগুলির বিশেষ অনুমতি ছাড়াই রাজ্য জুড়ে সন্ত্রাস সম্পর্কিত অপরাধের তদন্তের সাথে মোকাবিলা করার ক্ষমতা রাখে। 

এনআইএ-র সদর দফতর নয়াদিল্লিতে। এছাড়াও এনআইএ-এর হায়দ্রাবাদ, গুয়াহাটি, কোচি, লখনউ, মুম্বই, কলকাতা, রায়পুর, জম্মু, চণ্ডীগড়, রাঁচি, চেন্নাই এবং ইম্ফলে শাখা রয়েছে।