- কৃষি আইনের বিরোধিতায় বিরোধিরা
- কংগ্রেস জমানায় APMC আইন লাগু চেষ্টা
- সব রাজ্যকে চিঠি দিয়েছিলেন তৎকালীন কৃষিমন্ত্রী
- কৃষিমন্ত্রী শরদ পওয়ায় চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীদের
কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত। সরকারকে বিপাকে ফেলতে কোমর বেঁধে নেমেছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। সম্প্রতি তীব্র আকার ধারন করছে শ্রমিক সংগঠনগুলির কৃষক আন্দোলন। এই অবস্থায় চাঞ্চল্যকর তথ্য সামনে এল। একটি চিঠি ঘিরে জাতীয় রাজনীতিতে চাপানউতোর শুরু হয়েছে।
আরও পড়ুন-'চালুনি আবার ছুঁচের বিচার, দলে থেকে ব্ল্যাকমেল নয়', রাজীবকে নিশানা করে কটাক্ষ অরূপের
২০১০ সালে কংগ্রেস জমানায় APMC আইন দেশ জুড়ে লাগু করার চেষ্টা হয়েছিল। অথচ, সম্প্রতি, ওই APMC আইনের বিরোধিতায় দেশ জুড়ে বিরোধিতায় নেমেছে কংগ্রেস। তৎকালীন কৃষিমন্ত্রী শরদ পওয়ার এই APMC আইন গোটা দেশে লাগু করার জন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠিও দিয়েছিলেন। এই আইন দেশে লাগু হলে কৃষকদের সুবিধা হবে এবং তাঁরা বেশি লাভপবান হবেন বলে জানিয়েছিল কংগ্রেসও।
আরও পড়ুন-বাড়ির সামনে বাইক রাখা নিয়ে গন্ডগোল, মহিলা সহ এক ব্যক্তিকে মারধরের চাঞ্চল্যকর ভিডিও
এই মর্মে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠিও দিয়েছিলেন তৎকালীন কৃষিমন্ত্রী শরদ পওয়ার। তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দিক্ষিতকেও চিঠি দিয়েছিলেন তিনি। শরদ পওয়ারের সেই চিঠি প্রকাশ্যে আসার পরই তীব্র অস্বস্তিতে কংগ্রেস নেতৃত্ব। শুধু তাই নয়, ২০১২ সালে রাজ্যসভায় কৃষি আইন সংস্কারের জন্য সওয়ালও করেছিলেন বলে জানা গিয়েছে।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 6, 2020, 10:28 PM IST