- Home
- India News
- Chhattisgarh Liquor Scam: জন্মদিনেই গ্রেফতার, কোটি-কোটি টাকার আবগারি দুর্নীতির অভিযোগ, ইডির জালে মুখ্যমন্ত্রীর ছেলে
Chhattisgarh Liquor Scam: জন্মদিনেই গ্রেফতার, কোটি-কোটি টাকার আবগারি দুর্নীতির অভিযোগ, ইডির জালে মুখ্যমন্ত্রীর ছেলে
Liquor Scam News: দিল্লির পর এবার ছত্তিশগড়! আবগারি দুর্নীতি মামসলায় এবার ইডির জালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র। কোটি কোটি টাকা আর্থিক তচ্ছরূপের অভিযোগ। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র
দিল্লির পর এবার ছত্তিশগড়েও আবগারি দুর্নীতি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রের বিরুদ্ধে উঠেছ এই অভিযোগ। প্রায় ২১,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার বাঘেল পুত্র চৈতন্য বাঘেল।
জ্ন্মদিনের দিনই গ্রেফতার
জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই চৈতন্য বাঘেলের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। এরপর জেরায় অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, শুক্রবারই ছিল ভূপেশ পুত্র চৈতন্য বাঘেলের জন্মদিন। আর সেদিনই গ্রেফতার হলেন তিনি।
ইডি স্ক্যানারে প্রাক্তন মুখ্যমন্ত্রী-পুত্র
সূত্রের খবর, অনেক দিন ধরেই ইডি স্ক্যানারে ছিলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। নজরে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেও। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে উঠে আসছিল আবগারি দুর্নীতির অভিযোগ।
পাল্টা অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে
এদিকে আবগারি দুর্নীতির অভিযোগে ছেলে গ্রেফতার হতেই পাল্টা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
কী কী অভিযোগে গ্রেফতার?
সূত্রের খবর, চৈতন্য বাঘেলের বিরুদ্ধে আগে থেকেই মহাদেব বেটিং অ্যাপ এবং আবগারি দুর্নীতির অভিযোগ ছিল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার ছত্তিশগড়ের ভিলাই শহরে তাঁর বাড়িতে হানা দেয় ইডি (ED)। তাঁর বিরুদ্ধে উঠেছে তদন্তে অসহযেগিতার অভিযোগ। এরপরই ১৯ নং ধারা অনুযায়ী গ্রেফতার করা হয় তাঁকে।
ছেলের গ্রেফতারিতে ক্ষুদ্ধ ভূপেশ
ইডির হাতে ছেলের গ্রেফতারি হওয়ার পরই বিজেপি সরকারকে তীব্র নিশানা করেন তিনি। বলেন, ‘’মোদী এবং অমিত শাহ আমাদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চালাতে ইডিকে আমাদের বাড়িতে পাঠিয়েছেন। তবে আমরা ভয় পাচ্ছি না। কোনও ষড়যন্ত্রের কাছে আমরা মাথা নত করব না। সত্যের পক্ষে আমাদের লড়াই জারি থাকবে।''
২০১৯-২০২৩ পর্যন্ত আবগারিতে দুর্নীতি
জানা গিয়েছে, ভূপেশ বাঘেল ও তার ছেলে চৈতন্যের বিরুদ্ধে ২০১৯ সাল থেকে একটানা ২০২৩ সাল পর্যন্ত আবগারিতে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। এই কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এদিন গ্রেফতার হন চৈতন্য বাঘেল।

