সংক্ষিপ্ত

দেশ জুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন, তার মধ্যেই বসল হাই প্রফাইল বিয়ের আয়োজন, বিয়ের পিঁড়িতে বসলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির বিয়ে ঘিরে জলঘোলা।

করোনাকে হারাতে দেশে চলছে লকডাউন। দ্বিতীয় দফার লকডাউনে চলতি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জাতিরে উদ্দেশ্যে ভাষণে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০ এপ্রিল পর্যন্ত দেশে কড়াকড়ি চলবে বলেই জানিয়ে রেখেছেন মোদী। তবে এই লকডাউনের মধ্যেই নিজের ছেলের বিয়ে দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ, ফের রিভার্স রেপো রেট কমাল আরবিআই

করোনা আক্রান্ত বিশ্বে ভারত যেন 'দেবদূত', হাইড্রক্সিক্লোরোকুইন পেল বিপন্ন ৫৫টি দেশ

করোনা যুদ্ধে অবশেষে মোদীর স্মরণে ইমরান, লকডাউনের মাঝেই পাকিস্তানিদের দেশে ফেরাল ভারত

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর ছেলে নিখিল কুমারস্বামী অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এসেছেন। গত লোকসভা ভোটে জনতা দল সেকুলারের হয়ে ভোটেও পড়েন নিখিল। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌরার নাতির সঙ্গে  দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে কংগ্রেস নেতা এম কৃষ্ণাপ্পার নাতনি রেবতীর। বাগদান পর্ব গত ফেব্রুয়ারিতেই মিটে  গিয়েছিল। শুক্রবার সাত পাকে বাঁধা পড়লেন দু'জনে। কর্ণাটকের রামনগরা এলাকার এক ফার্মহাউসে বসেছিল এই হাইপ্রফাইল বিয়ের আসর।

 

 

তবে লকডাউনের মাঝে কিনা যেখানে আম জনতার দৈনন্দিন জীবন যাপনে ছেদ পড়েছে, সেখানে সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে কুমারস্বামী কীকরে ছেলের বিয়ের আয়োজন করলেন,  তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তবে লকডাউনের নিয়ম মেনেই নাকি বিয়ের অনুষ্ঠানের আয়োজন হয়েছে, এমনটাই দাবি করেছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রথমে বিয়ের অনুষ্ঠান বেঙ্গালুরু সংলগ্ন জনপদলোকে হওয়ার কথা থাকলেও পরে শহর থেকে ৫০ কিলোমিটার দূরে  গিয়ে রামানাগারার ফার্ম হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমারস্বামী পরিবারের দাবি লকডাউনের কারণে এই নিয়ে তিনবার বিয়ের জায়গা পরিবর্তন করা হয়েছে। 

 

 

প্রথমে জাঁকজম করে বিয়ের আয়োজনের কথা থাকলেও লকডাউনের কারণে নাকি তাতে কাটছাট করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিতদের মাস্ক পরে আসা নাকি বাধ্যতামূলক। অনুষ্ঠান বাড়িতে থাকবে চিকিৎসক-সহ একটি মেডিক্যাল টিম। তাঁরা আমন্ত্রিতদের শারীরিক পরীক্ষা করে তবেই ঢুকতে দেবেন অনুষ্ঠানে। এই ফার্ম হাউসে থাকছে স্যানিটাইজারের ব্যবস্থা, ডিকন্টামিনেশন বুথ 

জানা গিয়েছে, অনুষ্ঠানে ৭৫ জনকে আমন্ত্রিত করা হয়েছে। শুধুমাত্র কয়েকজন আত্মীয়কে নিয়ে ছেলের বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। লকডাউনের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল সেকুলার প্রধান এইচডি দেবগৌরার নাতি নিখিল কুমারস্বামীর বিয়ে নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়ে গেল কর্ণাটকে। বিধি না মেনে অনুষ্ঠান করলে কুমারস্বামী পরিবারের বিরুদ্ধে পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি শাসিত কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী অশ্বথ নারায়ণ।

 

তবে বিয়ের অনুষ্ঠানের জন্য আগেই বর্তমানে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার কাছে থেকে অনুমতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন কুমারস্বামী। জানা যাচ্ছে, রাজ্যে লকডাউনের মধ্যেই  কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুয়াপ্পা এর আগেও ২২ মার্চ আরেকটি বিয়ের অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলেন। তাই লকডাউনের নিয়ম মেনে অভিনেতা নিখিলের বিয়েতে আপত্তি করেননি তিনি।