- কৃষি আইন নিয়ে উত্তাপ বাড়ছে
- ভিডিও ক্লিপ দিয়ে কংগ্রেসকে আক্রমণ
- কৃষক মহাপঞ্চায়েতে রাহুল গান্ধী
- আন্দোলন চলবে বলে বার্তা রাকেশ টিকাইতের
কৃষি আইন নিয়ে সংসদের পাশাপাশি উত্তাপ চড়ছে সংসদের বাইরেও। বাজেট অধিবেশনের একটা বড় অংশ জুড়ে আলোচনা হচ্ছে কৃষক আন্দোলন ও কৃষি আইন নিয়ে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। যেখানে তিনি দেখিয়েছেন কংগ্রেস সংসদে স্বীকার করে নিয়ে নতুন কৃষি বিলে মান্ডি সিস্টেম শেষ হওয়ার কথা বলা হয়নি। কিন্তু তারপরেও কংগ্রেস কৃষকদের বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন।
অনুরাগ ঠাকুরের শেয়ার করা ভিডিওটিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও বক্তব্য রয়েছে। যেখানে তিনি অভিযোগ করছেন নতুন আইনে কৃষি আইনের মাধ্যমে শেষ করে দেওয়া হবে মান্ডি প্রথা। কিন্তু কংগ্রেসের আরেক সাংসদ দীপেন্দ্র হুডা আলোচনায় জানাচ্ছেন নতুন কৃষি আইনে কোথাও বলা নেই যে মান্ডি প্রথা শেষ হয়ে যাবে। কংগ্রেস দ্বিচারিকা করছে বলেও অভিযোগ করেন অনুরাগ ঠাকুর।
आख़िरकार,
— Anurag Thakur (@ianuragthakur) February 12, 2021
कांग्रेस ने सदन में स्वीकार ही लिया कि कृषि बिल में मंडियों को ख़त्म करने का कोई प्रावधान नहीं..
फिर यही बात सड़क पर बोलने से परहेज़ क्यों,
किसानों को गुमराह करने की साज़िश क्यों,
देश को आंदोलनजीवियों
के हाथों खेलने देने की कोशिश क्यों? pic.twitter.com/K9XtR6wdCA
অন্যদিনে এদিন শ্রীগঙ্গানগরে একটি কৃষক মহাপঞ্চায়েতে যোগ দিয়েছিলেন তিনি। অভিযোগ করেন নতুন কৃষি আইন লাগু হলে ৪০ শতাংশ মানুষের ব্যবসা ৪০ লক্ষ কোটি টাকা ব্যবসায়ী বিক্রেতা কৃষক শ্রমিকদের ভবিষ্যত দুজন মানুষের হাতে চলে যাবে। দিল্লির উপকণ্ঠে চলা কৃষক আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন এটি আর কৃষক আন্দোলন নেই। এটি এখন ভারতের আন্দোলন হয়ে গেছে। দেশের কৃষকরাই আলো দেখাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
The day farm laws get implemented, business of 40% people, of Rs 40 Lakh Cr, of businessmen, vendors, farmers & workers, will go into hands of just 2 people. This isn't farmers' agitation but agitation of India. Farmers have shown light in darkness: Rahul Gandhi in Sri Ganganagar pic.twitter.com/AyRZ9JIQOZ
— ANI (@ANI) February 12, 2021
অন্যদিকে রাকেশ টিকাইত জানিয়েছেন তখনই তাঁরা ঘরে ফিরবেন যখন সরকার নতুন কৃষি আইন প্রত্যাহার করে নেবে। সরকার তাঁদের মঞ্চ আর পঞ্চ একই রকম থাকবে। সিংহু সিমান্ত থেকে তারা সরবেন না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন রাকেশ টিকাইত। সরকার এখন বা ১০ দিন পরে বা এক বছর পরে- যখন তাদের সঙ্গে কথা বলবে তখনই তারা কথা বলতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
There will be 'Ghar Wapsi' only after #FarmLaws are repealed. Our 'manch & panch' will be the same. Singhu border will remain our office. Whether Centre wants to talk today, in 10 days or next yr, we're ready. Won't go without removing metal spikes from Delhi: Rakesh Tikait, BKU pic.twitter.com/ycnepmp7hI
— ANI (@ANI) February 12, 2021
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 12, 2021, 11:12 PM IST