সংক্ষিপ্ত
হরিয়ানার কৃষক পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে কথাবার্তার সময় একইভাবে ওঠে রাহুল গান্ধীর বিয়ের প্রসঙ্গ। এক মহিলা সনিয়া গান্ধীকে বলেন, রাহুল গান্ধীর বিয়ে দিন।'
কেমন আছে হরিয়ানার কৃষক পরিবারের মহিলা সদস্যরা? এই কথা জানানর জন্যই হরিয়ানার কৃষক পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী , সনিয়া আর প্রিঙ্কারা। সেই ঘটনারই একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে শেয়ার করেছেন রাহুল গান্ধী। তাতেই ফাঁস হয়ে গেল রাহুল গান্ধীর বিয়ের কথাও।
হরিয়ানার কৃষক পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে কথাবার্তার সময় একইভাবে ওঠে রাহুল গান্ধীর বিয়ের প্রসঙ্গ। এক মহিলা সনিয়া গান্ধীকে বলেন, রাহুল গান্ধীর বিয়ে দিন।' সঙ্গে সঙ্গেই সনিয়া অন্যান্য ভারতীয় মায়ের মতই সেই মহিলাকে উত্তর দেন। তিনি বলেন, 'আমি একটা মেয়ে খুঁজুন।' এই সব কথাবার্তা কিছুটা হলেও লজ্জা পেয়েছেন ৫৩ বছরের রাহুল গান্ধী। তবে তিনিও এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, এটাই হবে।
সনিয়া গান্ধী নিজের বাসভবনেই হরিয়ানার মহিলাদের সঙ্গে কথা বলেন। সেখানেই মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়। রাহুল গান্ধী আগেই এই মহিলাদের তাদের বাড়িতে আমন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিই আজ তিনি পুরণ করেন। সনিয়ার গান্ধীর বাড়িতে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। মহিলারাও অবশ্য খালি হাতে আসেননি। তারাও নিয়ে এসেছিলেন বাড়ির তৈরি লস্সি, দেশি ঘি আর বাড়ির তৈরি আচার।
বিরোধী 'ইন্ডিয়া'র ২১ সাংসদের মণিপুর সফর, লোকদেখানোর জন্য বলে খোঁচা অনুরাগ ঠাকুরের
।এদিন সনিয়ার বাড়িতে মহিলারা নারী ক্ষমতায়ন, জিএসটি- এই সব নিয়ে কথাবার্তা বলেন। মহিলারা মূল্যবৃদ্ধি সহ একাধিক সমস্যা নিয়ে কংগ্রেস নেত্রীর সঙ্গে কথা বলেন। তারই ফাঁকে এদিন রাহুল গান্ধীকে দেখা যায় সম্পূর্ণ অন্য মেজাজে। তিনি মহিলা ও শিশুদের সঙ্গে কথা বলেন। তারা খাবার খেয়েছেন কিনা, মিষ্টি খেয়েছেন কিনা তারও খোজ খবর নেন। শিশুদের চকোলেট খাওয়ার। তাদের সঙ্গে কথাবার্তাও বলেন।
গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদের ভট্টাচার্য, ভর্তি করা হয়েছে হাসপাতালে
সোশ্যাল মিডিয়ায় রাহুল লিখেছেন, সোনিপথের কৃষকদের দিল্লি দর্শন ও তাদের বাড়িতে আস - সনিয়া প্রিয়াঙ্কা ও তাঁর কাছে বিশেষ একটি দিন। তাদের সঙ্গে খাওয়াদাওয়া মনে রাখার মত। অনেক কথাও হয়েছে। মহিলারা তাদের জন্য যেসব উপহার এনেছেন তারও লিস্ট তুলে ধরেন রাহুল। এই সঙ্গে বলেন, মহিলারা তাদের জন্য প্রচুর ভালবাসা এনেছিল।
মধ্যপ্রদেশে ১২ বছরের শিশুর গোপনাঙ্গে লাঠি ঢুকিয়ে ধর্ষণ, গ্রেফতার মন্দির কমিটির দুই সদস্য
গত ৪ জুলাই রাহুল গান্ধী সোনিপথ গিয়েছিলেন। সেই সময় সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। জমিতে চাষের কাজও দেখেন। সেই সময়ই স্থানীয় মহিলারা জানিয়েছিলেন তারা দিল্লি যাননি। তারপরই রাহুল গান্ধী তাদের সনিয়ার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। বলেছিলেন সরকার তাঁর বাড়ি কেড়ে নিয়েছে। সেই কারণেই তাঁর মা আর বোনের বাড়িতে তাদের আমন্ত্রণ জানাচ্ছেন।