ফের আগুন দিল্লিতে মঙ্গলবার ভোরে নারেলা এলাকার দুটি কারখানায় আগুন লাগে একটি কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও, অন্যটিতে কাজ চলছে তবে এখনও কোনও হতাহতের খবর নেই 

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির দুটি কারখানায়। মঙ্গলবার ভোরে রাজধানীর নারেলা শিল্পাঞ্চলে দুটি পৃথক কারখানায় আগুন লাগে। একটি ক্ষেত্রে ইতিমধ্য়েই আগুন নিয়ন্ত্রণে এলেও অন্য কারখানায় এখনও আগুন নেভানোর কাজ চলছে। তবে দুটি ঘটনার কোনওটিতেই এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রথমে 'দোনা-পাত্তাল' বা পাতার বাটি এবং প্লেট উত্পাদনকারী এক কারখানায় আগুন লাগে। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে আরও একটি জুতোর কারখানাটিতে আগুন লাগে ভোর সাড়ে ৪টার দিকে। সেখানে এখনও দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আগুন নেভানোর।

Scroll to load tweet…

গত রবিবার গভীর রাতে আগুন লেগেছিল দিল্লির কিরারি এলাকায়। একটি কাপড়ের গুদামে আগুন লেগে মোট ৯ জনের মৃত্যু হয়েছিল, তাদের মধ্যে ৩জন শিশুও ছিল। তার আগে এই মাসের শুরুতে পুরোনো দিল্লির আনাজ মান্ডিতে এক কারখানায় আগুন লেগেছিল। ওই ঘটনায় ৪৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল।

Scroll to load tweet…

বিস্তারিত খবর পেলে আপডেট করা হবে...