মহাকাশ ভ্রমণ এখন অনেকেরই শখে পরিণত হয়েছে। এবার এই শখের ভ্রমণে সামিল হলেন এক ভারতীয় পাইলট। এই ঘটনায় ফের বিশ্বে ভারতের নাম উজ্জ্বল হল।

জেফ বেজোসের ব্লু অরিজিন ফ্লাইটের পাইলট হিসেবে মহাকাশ ভ্রমণে গেলেন ভারতীয় পাইলট গোপীচাঁদ ঠোটাকুরা। তিনিই প্রথম ভারতীয় পাইলট হিসেবে মহাকাশ ভ্রমণে গেলেন। ব্লু অরিজিন নিউ শেপার্ড-২৫ মিশনে যে ৬ জন ক্রু মেম্বার আছেন, তাঁদেরই অন্যতম গোপীচাঁদ। ২০২২ সালের সেপ্টেম্বরে দুর্ঘটনার কবলে পড়ে একটি মহাকাশযান। এরপর প্রায় ২ বছর বন্ধ ছিল মহাকাশ অভিযান। এরপর রবিবার ফের শুরু হল মহাকাশ ভ্রমণ। গোপীচাঁদদের নিয়ে মহাকাশের দিকে রওনা হল ব্লু অরিজিনের নিউ শেপার্ড। এটি জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিনের মানুষ নিয়ে সপ্তম মহাকাশ ভ্রমণ। এই সংস্থার ইতিহাসে এটি ২৫-তম মহাকাশ অভিযান।

নজির গড়লেন গোপীচাঁদ

পাইলট হিসেবে কাজের পাশাপাশি ব্যবসাও করেন গোপীচাঁদ। তিনি নিউ শেপার্ড-২৫ মিশনের অঙ্গ হওয়ার জন্য বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার পর নির্বাচিত হন। এই ভারতীয় পাইলটের পাশাপাশি আরও ৫ জনকে নির্বাচিত করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন প্রাক্তন এয়ারফোর্স ক্যাপ্টেন এড ডোয়াইট, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ মহাকাশচারী হওয়ার জন্য আবেদনকারী।

Scroll to load tweet…

অবিস্মরণীয় অভিজ্ঞতা গোপীচাঁদের

রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের লঞ্চ সাইট ওয়ান বেস থেকে লঞ্চ হল ব্লু অরিজিন নিউ শেপার্ড-২৫। এই মহাকাশযান সফলভাবে কারম্যান লাইন পেরিয়ে যায়। সমুদ্রপৃষ্ট থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় কারম্যান লাইন। এটি আন্তর্জাতিক স্তরে স্বীকৃত মহাকাশের সীমানা। ব্লু অরিজিন নিউ শেপার্ড-২৫ কারম্যান লাইন পেরিয়ে যাওয়ার পরেই যাত্রীরা মহাকাশ থেকে অসামান্য দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ পান। কয়েক মিনিটের জন্য ভারশূন্য অবস্থায় থাকার অভিজ্ঞতাও অর্জন করেন তাঁরা। এই সময় চাইলে জাম্পিং জ্যাকস করা যায়। এখনও পর্যন্ত ৩১ জন পর্যটককে মহাকাশ ভ্রমণে নিয়ে গিয়েছে ব্লু অরিজিন। মহাকাশ পর্যটনের জনপ্রিয়তা বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

২০৩৫ সালের মধ্যে ভারতের মহাকাশ স্টেশন তৈরির লক্ষ্য ইসরোর, ভারতীয়দের চাঁদে পাঠানোর পরিকল্পনা

ফুটো হয়ে গিয়েছিল রাশিয়ান মডিউল! বড়সড় দুর্ঘটনা এড়াল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন

Chandrayaan-3: ভারতের মহাকাশ যাত্রায় চন্দ্রযান ৩ নয়া অধ্যায় লিখল- উচ্ছ্বসিত প্রশংসা মোদীর