লন্ডন থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ আকাশে পাঁচ যাত্রী এবং দুই বিমানকর্মী অসুস্থ হয়ে পড়েন। বিমানটি মুম্বই বিমানবন্দরে অবতরণ করে এবং অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।
মাঝ আকাশে ফের বিপত্তি। ফের বিপাকে এয়ার ইন্ডিয়া। এবার মাঝ আকাশেই উড়ানের ভিতর অসুস্থ হয়ে পড়লেন যাত্রী ও বিমানকর্মীরা। কিন্তু, ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
সোমবার লন্ডনের হিথরো বিমানবন্দন থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল উড়ানটি। কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণ পরই বিমানের পাঁচ যাত্রী এবং দুই বিমানকর্মী অসুস্থ হয়ে পড়েন। এতে বিমানের ভিতর চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে, বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়নি। সফলভাবেই উড়ানটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর পেতে তড়িঘড়ি সেখানে পৌঁছায় বিমান সংস্থার মেডিক্যাল টিম। তৎক্ষণিক চিকিৎসা প্রদানের পর তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে, চিকিৎসার পর তাঁদের কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। অবস্থা স্থিতিশীল থাকার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়।
এই প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও বিশেষ বিবৃতি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, লন্ডন থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার পরই বিমানের ভিতর হঠাৎ পাঁচ যাত্রী এবং দুই বিমানকর্মী অসুস্থ হয়ে পড়েন। কী কারণে এরকম হল, তা আমরা খতিয়ে দেখছি। গোটা বিষয় সম্পর্কে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রণ সংস্থাকেও (ডিজিসিএ) অবগত করা হয়েছে।
প্রসঙ্গত, আমেদাবাদ দুর্ঘটনার সময় থেকে খবরে এয়ার ইন্ডিয়া। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করার পরই ভেঙে পড়ে আমেদাবাদ- লন্ডনগামী AI 171 বিমানটি ভেঙে পড়েছে। ওড়ার পর মুহূর্তে অন্তত ২৪২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার। যাদের মধ্যে শুধুমাত্র একজন বেঁচে আছেন। বাকি সকলেই প্রয়াত। এই বিমানে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন। এছাড়াও ৫৩ জন ব্রিটিশ, এক জন কানাডিয়ান, সাত জন পর্তুগিজ নাগরিক ছিলেন। ছিলেন ১০ জন ক্রু সদস্য। দুর্ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়। এর পর থেকে একের পর এক বিমান গোলযোগের খবর আসছে। চলতি মানের ১৯ তারিখ নাগাদ এয়ার ইন্ডিয়া বিমান গোলযোগের খবর আসে। কলকাতা থেকে ত্রিপুরার আগরতলার উদ্দেশে রওনা দিয়েছিল উড়ানটি। যাত্রা শুরুর পর মাঝ আকাশে বিমানটিতে হঠাৎ যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয় বিমানে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে, পাইলটের তৎপরতা পুনরায় উড়ানটি কলকাতায় ফিরিয়ে আনা হয়।


