সংক্ষিপ্ত

  • প্রয়াত প্রবীন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌর
  • বয়স হয়েছিল ৮৯ বছর
  • মধ্যপ্রদেশে শূন্য থেকে শুরু করে বিজেপি সরকার গঠন করেছিলেন তিনি
  • ২০০৪ থেকে ২০০৫ মুখ্য়মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন

বুধবার সকালে প্রবীন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌরের জীবনাবসান ঘটল। বয়স হয়েছিল ৮৯ বছর। গত ৭ অগাস্ট হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসায় বিশেষ সাড়া দেননি, ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শেষ কয়েকদিন তাঁকে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছিল।

২০০৪ সালের অগাস্ট থেকে ২০০৫ সালের নভেম্বর পর্যন্ত মধ্যপ্রপদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন বাবুলাল গৌর। তবে তার থেকেও তাঁর বড় পরিচয় মধ্যপ্রদেশে বিজেপি দলকে ছড়িয়ে দেওয়ার তিনি প্রধান কারিগর। এই রাজ্যে একেবারে শূন্য থেকে শুরু করেছিল বিজেপি। সেখান থেকে সরকার গঠন করেছিলেন বাবুলাল।

আরও পড়ুন - মধ্যপ্রদেশে আফগান জঙ্গির উপস্থিতি, গুজরাত সীমান্তে জারি সতর্কতা

১৯৩০ সালের ২ জুন উত্তরপ্রদেশে তাঁর জন্ম হয়েছিল। শৈশবেই ভোপালে চলে এসেছিলেন। ছাত্র জীবন থেকেই আরএসএস-এর কাজে জড়ি.য়ে পড়েছিলেন। পরে বিজেপির হয়ে বোপালের গোবিন্দপুর আসন থেকে নির্বাচনে লড়েন। পর পর ১০টি বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন বাবুলাল। ২০১৮ সালে বয়সজনিত কারণে তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন।