সংক্ষিপ্ত
২০২৪ এর নির্বাচনে রাহুল গান্ধী শুধুমাত্র বিরোধীদের মুখই হবেন না বরং তিনি প্রধানমন্ত্রীর পদপ্রার্থীও হবেন।গান্ধী পরিবার ছাড়া আর কোনো পরিবার দেশের জন্য এতো ত্যাগ করেননি।' আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে মন্তব্য প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথের
রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এমন সংখ্যা নিতান্ত কম নয়। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর সঙ্গে জড়িয়ে আছে ভারতবর্ষের বহুসংখ্যক মানুষের সেন্টিমেন্ট। কিন্তু লোকসভার লড়াইয়ে নেমে এর আগেও রাহুলকে টেক্কা দিয়ে প্রধানমন্ত্রীর আসনে বসেছেন অনেকেই। ২০২৪ এর নির্বাচনে কি ঘুরে যাবে খেলা ? ভারত জোড়ো যাত্রার পর কি ফের সংখ্যাগরিষ্ঠ হয়ে ক্ষমতায় ফিরবে কংগ্রেস ? এইরকম জল্পনার মাঝেই কংগ্রেসের প্রবীণ নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কামাল নাথ শুক্রবার এক প্রকাশ্য বিবৃতিতে জানান যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী দলের প্রধানমন্ত্রী প্রার্থী হবেন রাহুল গান্ধী।
সংবাদমাধ্যম পিটিআইকে তিনি জানিয়েছেন যে রাহুল গান্ধী ক্ষমতার জন্য নয় , দেশের মানুষের জন্য রাজনীতি করেন। এমনকি তিনি ভারত জোর যাত্রায় নেতৃত্ব দেওয়ার জন্য ভূয়সী প্রশংসাও করেন রাহুল গান্ধীর।তিনি বলেন ,'পৃথিবীর ইতিহাসে এতো দীর্ঘ পদযাত্রা এর আগে অন্য কেউ করেননি। গান্ধী পরিবার ছাড়া আর কোনো পরিবার দেশের জন্য এতো ত্যাগ করেননি। এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে তিনি বলেন ,' ২০২৪ এর নির্বাচনে রাহুল গান্ধী শুধুমাত্র বিরোধীদের মুখই হবেন না বরং তিনি প্রধানমন্ত্রীর পদপ্রার্থীও হবেন।'
প্রসঙ্গত উল্লেখযোগ্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন একমাত্র নেতা জন কিনা ২০২৪ এর নির্বাচনে রাহুলগান্ধীকে পদপ্রার্থী করার ব্যাপারে এগিয়ে এসেছিলেন। এমনকি যারা কংগ্রেসের সঙ্গে বিস্বাসঘাতকতা করেছেন তাদেরকেও তুলোধোনা করেন তিনি। ভবিষ্যতে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দলে ফিরে আসার কোনও সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে নাথ বলেন, 'আমি কোনও ব্যক্তির বিষয়ে মন্তব্য করব না, তবে যারা 'বিশ্বাসঘাতক' অর্থাৎ যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং কর্মীদের বিশ্বাস ভেঙেছে , তাদের কোনও জায়গা নেই দলে। সংগঠন তাদের জন্য নয়।'