সংক্ষিপ্ত
ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর, প্রাক্তন প্রধানমন্ত্রী, আর্থিক সংস্কারের রূপকার। মনমোহন সিংয়ের একাধিক পরিচয় রয়েছে। তিনি ভারতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাতে প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার সন্ধেবেলা হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লির এইমসে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর প্রয়াণ হয়েছে। চলতি বছরের শুরু থেকেই অসুস্থ ছিলেন মনমোহন। এ বছরের জানুয়ারিতে তাঁর মেয়ের বই প্রকাশের অনুষ্ঠান উপলক্ষে শেষবার প্রকাশ্যে এসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এরপর থেকেই শারীরিক কারণে তিনি প্রকাশ্যে কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। বৃহস্পতিবার তিনি প্রয়াত হলেন। মনমোহনের প্রয়াণে সারা দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া। মনমোহনের প্রয়াণে ভারতীয় রাজনীতি ও অর্থনীতিতে যুগাবসান হল।
শোকপ্রকাশ নরেন্দ্র মোদীর
প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘অন্যতম বিশিষ্ট নেতা ড. মনমোহন সিং জির প্রয়াণে শোকাহত ভারত। সাধারণ অবস্থা থেকে উঠে এসে তিনি শ্রদ্ধেয় অর্থনীতিবিদ হয়ে ওঠেন। তিনি একাধিক সরকারি প্রতিষ্ঠানে পদাধিকারী হিসেবে কাজ করেছেন। অর্থনীতিবিদ হিসেবেও তিনি কাজ করেছেন। বছরের পর বছর ধরে তিনি আমাদের আর্থিক নীতির উপর তিনি শক্তিশালী ছাপ ফেলেছেন। তিনি সংসদে যেভাবে হস্তক্ষেপ করেছেন তা অন্তর্দৃষ্টিপূর্ণ। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি মানুষের জীবনের উন্নতি করার জন্য ব্যাপক চেষ্টা করেছিলেন।’
দিল্লি এইমসের বার্তা
এইমস দিল্লির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বাড়িতেই চিকিৎসা শুরু হয়। বৃহস্পতিবার রাত ৮টা বেজে ৬ মিনিটে তাঁকে নয়াদিল্লি এইমসের মেডিক্যাল ইমার্জেন্সিতে আনা হয়। সব চেষ্টা সত্ত্বেও তাঁকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি। রাত ৯টা বেজে ৫১ মিনিটে তাঁকে প্রয়াত ঘোষণা করা হয়।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।