সংক্ষিপ্ত

কেসিআর রাত দুটো নাগাদ তার ফার্ম হাউসের বাথরুমে আচমকা পড়ে যান। দ্রুত তাকে একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বলা হচ্ছে তার নিতম্বের হাড় ভেঙ্গে গেছে।

ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) সভাপতি ও তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও অর্থাৎ কেসিআর হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে হায়দরাবাদে নিজের বাড়িতে পিছলে পড়েন কেসিআর। যার কারণে তার নিতম্বে ফ্র্যাকচার হয়েছে বলে জানা গেছে। এছাড়া তার পায়ে ও পিঠে গুরুতর জখম হয়েছে। বর্তমানে কেসিআর হাসপাতালে ভর্তি রয়েছেন।

তথ্য অনুযায়ী, কেসিআর রাত দুটো নাগাদ তার ফার্ম হাউসের বাথরুমে আচমকা পড়ে যান। দ্রুত তাকে একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বলা হচ্ছে তার নিতম্বের হাড় ভেঙ্গে গেছে। কেসিআরের কার্যালয় সূত্র জানায়, চিকিৎসকরা তার অবস্থা খতিয়ে দেখছেন এবং অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

জেনে রাখা ভালো যে ভারত রাষ্ট্র সমিতি (BRS) সভাপতি কে চন্দ্রশেখর রাও ৬৯ বছর বয়সী। তেলেঙ্গানায় সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে কেসিআরের দল বিআরএস শোচনীয় পরাজয়ের মুখোমুখি হয়েছে। যার জেরে কেসিআরের টানা তিনবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেস্তে গেল। নির্বাচনে পরাজয়ের পর, কেসিআর গত তিন দিন ধরে তাঁর বাসভবনে নিয়মিত লোকজনের সঙ্গে দেখা করছেন।

প্রথমবার ক্ষমতায় এলো কংগ্রেস

১১৯টি বিধানসভা আসনের মধ্যে, BRS মাত্র ৩৯টি আসন জিততে পেরেছে। যেখানে তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ৬৪টি আসন জিতে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করেছে। রাজ্য সভাপতি রেভান্থ রেড্ডিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী করেছে কংগ্রেস।

১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত করে কংগ্রেস। বিগত প্রায় এক দশক ধরে এই রাজ্যে ক্ষমতায় থাকা বিআরএস হার মেনে নেয়। এরই মাঝে রাজ্যের ডিজিপিকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন। এই রাজ্যে কংগ্রেস জয়ী ৬৪ আসনে। BRS জয়ী ৩৯ আসনে। বিজেপি জয়ী ৮, AIMIM জয়ী ৭টি আসনে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।