জি ২০ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সামনে 'ভারত' লেখা ফলক! দেশের নাম নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মোদী

আজ থেকে শুরু হল জি ২০ সম্মেলন। ভারত প্রথমবার এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক দেশ। দিল্লিতে ভারত মণ্ডপম সেন্টারে শুরু জি ২০ সম্মেলন। প্রধানমন্ত্রী মোদীর সামনে 'ভারত' লেখা ফলক।

Share this Video

আজ থেকে শুরু হল জি ২০ সম্মেলন। ভারত প্রথমবার এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক দেশ। দিল্লিতে ভারত মণ্ডপম সেন্টারে শুরু জি ২০ সম্মেলন। প্রধানমন্ত্রী মোদীর সামনে 'ভারত' লেখা ফলক। প্রধানমন্ত্রীর টেবিলে দেশের নাম 'ইন্ডিয়া'র বদলে 'ভারত' লেখা ফলক। এই 'ভারত' লেখা ফলক নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

Related Video