গাজিয়াবাদের একটি রেস্তোরাঁয় রুটি বানানোর সময় এক কর্মচারীর থুতু ফেলার ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কয়েক মাস আগে এক পরিচারকের আটায় প্রস্রাব মেশানোর ঘটনা সামনে এসেছিল! আর এবার এক রেস্তোরাঁয় রুটি বানানোর সময় এক কর্মচারীর কীর্তিতে স্তম্ভিত সবাই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ইরফান নামের ওই কর্মচারীকে রুটি বানানোর আগে মেখে রাখা আটায় থুতু ফেলতে দেখা যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হওয়া ভিডিওতে ইরফানকে রুটি বানানোর সময় বারবার থুতু ফেলতে দেখা যাচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ইরফান রুটি বানানোর আগে মাথা নিচু করে থুতু ফেলছে, যা অত্যন্ত ঘৃণ্য। ভিডিওটি সামনে আসার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
দীর্ঘদিন ধরেই থুতু ফেলে রুটি বানাচ্ছিল!
স্থানীয় বাসিন্দারা আগে থেকেই ইরফানের কাজকর্ম নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিলেন। বহুবার তার কাজের ধরন নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু এতদিন তাঁদের কাছে কোনও সুনির্দিষ্ট প্রমাণ ছিল না। এবার ভাইরাল হওয়া ভিডিও তাঁদের আশঙ্কাকে সত্য প্রমাণ করেছে।
ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ
ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ইরফানের তীব্র নিন্দা জানানো হয় এবং তাকে গ্রেফতারের দাবি ওঠে। এ ধরনের ঘটনার ফলে কেবল সমাজের আস্থাই নষ্ট হয় না, ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতিও লঙ্ঘিত হয় বলে মন্তব্য করেন অনেকে।
কড়া ব্যবস্থা পুলিশের
ভিডিওটি নজরে আসার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ইরফানকে গ্রেফতার করে। ইরফান ধামপুর, বিজনৌরের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দিল্লি চিকেন পয়েন্টে রুটি বানানোর কাজ করত বলে জানা গিয়েছে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
গাজিয়াবাদে কেন বারবার একই ঘটনা?
এই ঘটনাটি গাজিয়াবাদে এরকম আরও একটি চাঞ্চল্যকর ঘটনার পর সামনে এল। তিন মাস আগে গাজিয়াবাদের ক্রসিং রিপাবলিকে এক পরিচারককে আটায় প্রস্রাব মিশিয়ে রুটি বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনাটিও মানুষকে নাড়িয়ে দিয়েছিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Viral News: মুখে কালি ছিটিয়ে জুতোর মালা পরিয়ে থুতু চাটানো হল বৃদ্ধকে, অমানবিক মাতব্বরির ভিডিও ভাইরাল
Pakistan Video: ছিঃ ছিঃ! মহিলা সাংবাদিকের মুখে থুতু ছিটিয়ে দিলেন নওয়াজ শরিফের ড্রাইভার
বিয়েবাড়িতে থুতু দিয়ে তৈরি হচ্ছে নান, ভিডিও ভাইরাল হতেই রেগে লাল নেটিজেনরা
