
যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতের পরই স্কুলে ভর্তি, কৃতজ্ঞ ছোট্ট ভাচি
CM Yogi with Vachi Viral Video : মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতের পর অবশেষে নতুন জীবন শুরু করল মোরাদাবাদের ছোট্ট মেয়ে ভাচি। ২৪ জুন সকালে তাকে ভর্তি করা হয়েছে সিএল গুপ্ত ওয়ার্ল্ড স্কুলে। মুখ্যমন্ত্রীর সহায়তায় এই ভর্তির ব্যবস্থা হওয়ায় আনন্দে আত্মহারা ভাচি ও তার পরিবার।স্কুলের গেটেই মিষ্টি বিতরণ করতে দেখা যায় খুশিতে ভরপুর ভাচিকে। সে জানিয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি সে চিরকাল কৃতজ্ঞ থাকবে এবং আবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাতে চায়।জেলা ম্যাজিস্ট্রেট অনুজ কুমার সিং জানিয়েছেন, “ভাচিকে নার্সারি ক্লাসে ভর্তি করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই সে নিয়মিত স্কুলে পড়াশোনা শুরু করবে।” মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এক শিশুর ভবিষ্যৎ আলোকিত হওয়ায় প্রশাসনিক মহলেও স্বস্তি এবং সন্তোষ দেখা গেছে।