DA নিয়ে এবার আক্ষেপ মিটবে সরকারি কর্মীদের, প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ১০,০৮০ টাকা!
জানুয়ারি মাস থেকেই কি বাড়বে DA? এই প্রশ্ন সবার মনে। এমনিতে ২০২৪ সালে মহার্ঘ্য ভাতার পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়তে দেখা গিয়েছে। সকলেই আশাবাদী, নতুন করে DA বাড়বে বেশ খানিকটা। এরই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এসে গেল একটি বিরাট আপডেট।
18

Image Credit : stockPhoto
২০২৫ সাল এখনো আসেনি, কিন্তু তারই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এসে গেল একটি বিরাট আপডেট।
28
Image Credit : Asianet News
সকলেই অপেক্ষা করছেন সরকার কবে আরও এক দফায় মহার্ঘ্য ভাতা বাড়ায় সেই ব্যাপারে।
38
Image Credit : Getty
নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে কি মহার্ঘ ভাতা বাড়িয়ে দেবে কেন্দ্রীয় সরকার?
48
Image Credit : stockPhoto
এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
58
Image Credit : stockPhoto
AICPI সূচকের তথ্য অনুযায়ী, মহার্ঘ ভাতা জানুয়ারি মাসে ৫৬ শতাংশে পৌঁছাবে।
68
Image Credit : Asianet News
এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে? তাহলে হিসেব ভালোভাবে বুঝে নিন।
78
Image Credit : social media
সপ্তম বেতন কমিশনের বেতন গ্রেড অনুযায়ী, ন্যূনতম মূল বেতনের কর্মীরা বছরে ৬৪৮০ টাকা বেশি পাবেন।
88
Image Credit : our own
উদাহরণস্বরূপ, যদি মূল বেতন ১৮,০০০ হয় এবং মহার্ঘ ভাতা ৫৬% হয়, তবে অংকটা কিছুটা এরকম হবে…
জানুয়ারি ২০২৫ থেকে DA: ১৮,০০০ x ৫৬% = ১০,০৮০/মাস
জুলাই ২০২৪ থেকে DA: ১৮,০০০ x ৫৩% = ৯৫৪০/মাস।
Latest Videos