সংক্ষিপ্ত

PPF News: পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় স্বস্তির খবর দিলো কেন্দ্রীয় সরকার। এবার থেকে সরকার পাবলিক প্রভিডেন্ট ফান্ডের হোল্ডারের নমিনি পরিবর্তন, ঠিকানা পরিবর্তন এবং আপডেটের জন্য কোনও পরিষেবা মূল্য বা সার্ভিস চার্জ নেবে না কেন্দ্র।              

PPF News: পিপিএফ (Public Provident Fund) অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় স্বস্তির খবর দিলো কেন্দ্রীয় সরকার। এবার থেকে সরকার পাবলিক প্রভিডেন্ট ফান্ডের হোল্ডারের নমিনি পরিবর্তন, ঠিকানা পরিবর্তন এবং আপডেটের জন্য কোনও পরিষেবা মূল্য বা সার্ভিস চার্জ নেবে না কেন্দ্র। স্পষ্ট জানিয়ে দিলো কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, এবার থেকে পিপিএফ অ্যাকাউন্টে নমিনির বিবরণ আপডেট করার জন্য কোনও Service Charges দিতে হবে না গ্রাহকদের। ফলে সুবিধা হল যাঁরা ক্ষুদ্র আমানত সঞ্চয়ের জন্য পিপিএফ (PPF) অ্যাকাউন্ট খোলেন।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ''আমি অতি সম্প্রতি খবর পেয়েছি যে প্রভিডেন্ট ফান্ডের হোল্ডাররা তাঁদের অ্যাকাউন্টে নমিনি আপডেট, নমিনির পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান টাকা দাবি করে। এই পরিষেবা চার্জ তুলে নেওয়ার জন্য গত ২ এপ্রিল গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি সঞ্চয় প্রচার সাধারণ নিয়ম ২০১৮ সংশোধন করা হয়েছে। ফলে এবার থেকে পিপিএফ হোল্ডারের নমিনি পরিবর্তন, ঠিকানা পরিবর্তন এবং আপডেটের জন্য কোনও পরিষেবা মূল্য বা সার্ভিস চার্জ দেওয়া লাগবে না।''

জানা গিয়েছে আগে গ্রাহকদের পিপিএফ হোল্ডারের নমিনি পরিবর্তন, ঠিকানা পরিবর্তন এবং আপডেটের জন্য ৫০ টাকা সার্ভিস চার্জ দেওয়া লাগত। নতুন এই নিয়মের ফলে এবার থেকে গ্রাহকদের আর সেই টাকা দিতে হবে না। ফলে স্বস্তিতে কয়েক লক্ষ পিপিএফ গ্রাহক। তিনি আরও জানিয়েছেন যে, সদ্য পাশ হওয়া ব্যাঙ্ক সংশোধনী বিল ২০২৫ অনুযায়ী আমানতকারীদের অর্থ নিরাপদে রাখা, পণ্য ও লকারের জন্য সর্বোচ্চ চারজন ব্যক্তিকে নমিনি হিসেবে রাখতে পারবেন পিপিএফ গ্রাহকরা।

এছাড়াও ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল অনুযায়ী ২০২৫ এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে চারজনকে নমিনি রাখার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমানতকারী একসঙ্গে চারজনকে নমিনি হিসেবে বাছতে পারবেন। অন্যদিকে ব্যাঙ্কে যদি লকার থাকে তাহলে আমানতকারী ক্রমিক মনোনয়নের সুযোগ পাবে। অর্থাৎ তাঁরা প্রাধান্যের ভিত্তিতে মনোনয়ন করতে পারবেন। এতে আমানতকারীর অনুপস্থিতিতে ব্যাঙ্কের অর্থ বা সম্পদ পরিবারের লোকজনের মধ্যে যথাযথ ভাবে বন্টণ সম্ভব হবে।

এদিকে আগের নিয়মে কোনও ব্যক্তি যদি তার পিপিএফ অ্যাকাউন্ট আপডেট বা নমিনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে তাঁকে ৫০ টাকা পরিষেবা বাবদ দিতে হত। এছাড়াও একসঙ্গে সবাইকে নমিনি নির্বাচন করা যেত না। তবে এবার থেকে সেইসব আর কোনও বাধাই রইল না।

প্রভিডেন্ট ফান্ড কী?

প্রভিডেন্ট ফান্ড (PPF) হল সরকার সমর্থিত একটি দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্প। এটি ইইই (EEE) বিভাগের আওতাধীন। এটিতে বিনিয়োগ, সুদের পরিমাণ এবং মেয়াদ পূর্তির সময় সবকিছুই করমুক্ত। শুধু তাই নয়, বর্তমানে PPF অ্যাকাউন্টে সুদের হার ৭.১ শতাংশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।