- Home
- India News
- DA Hike 2025: বছরের প্রথম দিকেই উপহার পেতে চলেছেন সরকারি কর্মীরা! ডিএ বৃদ্ধিতে কবে কত হাতে আসবে টাকা জেনে নিন
DA Hike 2025: বছরের প্রথম দিকেই উপহার পেতে চলেছেন সরকারি কর্মীরা! ডিএ বৃদ্ধিতে কবে কত হাতে আসবে টাকা জেনে নিন
- FB
- TW
- Linkdin
নতুন বছরের শুরুতেই সরকারি কর্মীদের জন্য আরেকটি বড় সুখবর আসতে চলেছে।
সরকারি কর্মীরা খুব শীঘ্রই মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর পাবেন।
এআইসিপিআই এর পরিসংখ্যান অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৫৬ শতাংশে পৌঁছতে পারে।
নভেম্বর এবং ডিসেম্বরের ডেটা অনুসারে নয়া এই মহার্ঘ ভাতা ১ জানুয়ারি ২০২৫ থেকেই কার্যকর হবে বলে মনে করছে একাংশ।
এই পরিসংখ্যান অনুসারে ডিএ ৫৫ শতাংশ অতিক্রম করেছে। যদিও নভেম্বর এবং ডিসেম্বরের পরিসংখ্যান এখনও আসেনি।
মনে করা হচ্ছে একসঙ্গেই এই পরিসংখ্যান মিলবে। তবে জানেন বেতনের উপর এই ৫৬ শতাংশ মহার্ঘ ভাতার প্রভাব কতটা পড়বে পকেটে!
যদি আপনার বেসিক পে ১৮০০০ হয় এবং ডিএ ৫৩ শতাংশ হলে ৯৫৪০ টাকা এবং ৫৬ শতাংশ এর অর্থ ১০,০৮০ টাকা।
প্রতিমাসে ৫৪০ টাকা। আবার যাদের বেসিক পে ৫৬,১০০ টাকা ৫৩ শতাংশ হলে ২৯,৭৩৩ টাকা এবং ৫৬ শতাংশ এর অর্থ ৩১,৪১৬ টাকা। প্রতিমাসে ১৬৮৩ টাকা।
ডিএ এর সুবিধা কী-
মুদ্রাস্ফীতির কারণে কর্মচারীদের সরকারের দেওয়া ক্ষতিপূরণ হল এই ডিএ।
সেই সঙ্গে এটা সরকারি কর্মচারীদের বেতনের উন্নতিও বটে। তবে আশা করা যাচ্ছে ১ জানুয়ারি থেকে নয়া ডিএ প্রযোজ্য হবে যা মার্চ মাসে ঘোষনা করা হবে।