- Home
- India News
- DA Hike: মূল্যবৃদ্ধি দেখে বিবেচনা! ধাপে ধাপে DA বাড়িয়ে এক ধাক্কায় অনেক টাকা বেতন বাড়বে সরকারি কর্মীদের
DA Hike: মূল্যবৃদ্ধি দেখে বিবেচনা! ধাপে ধাপে DA বাড়িয়ে এক ধাক্কায় অনেক টাকা বেতন বাড়বে সরকারি কর্মীদের
- FB
- TW
- Linkdin
বছর শুরুতেই দারুণ সুখবর। হুড়মুড়িয়ে বাড়তে পারে DA। কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
মূল্যবৃদ্ধি থেকে সরকারি কর্মীদের রেহাই দিতে গিয়ে মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার।
AICPI বা All India Consumer Price Index-এর উপর ভিত্তি করে এই টাকা বাড়ানো হতে পারে বলেই ধারনা করা যাচ্ছে।
দেশের মূল্যবৃদ্ধির সূচক হিসাবে ধরা হয় AICPI-কে । বছর শেষ হতেই হাতে আসবে এই সূচকের তথ্য। এর উপর ভিত্তি করেই বাড়ানো হবে মহার্ঘ্য ভাতা।
গত অক্টোবরেই তিন শতাংশ ডিএ বাড়িয়েছিল মোদী সরকার। এখন মোট তিন শতাংশ ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
এই ডিএ বাড়ানোর জন্য প্রায় ১ কোটিরও বেশি সরকারি কর্মীরা উপকৃত হবেন।
জানা গিয়েছে মূল্যবৃদ্ধির কথা বিবেচনা করে আরও তিন শতাংশের কাছাকাছি ডিএ বাড়াতে পারে কেন্দ্র।
অক্টোবরে AICPI-র সূচক বেড়ে ১৮৮.৫ শতাংশ পৌঁছে গিয়েছিল। এই সূচকের বৃদ্ধি হলেএ বেতন বাড়বে পেনশনভোগী ও সরকারি কর্মীদের।
এ ছাড়াও যাদের নূন্যতম বেতন ১৮ হাজার টাকা তাঁরা অতিরিক্ত ৫৪০ টাকা পাবেন। এ ছাড়াও যাদের বেতন ২ লক্ষ ৫০ হাজার টাকা তাদের ডিএ হবে ৭ হাজার ৫০০ টাকা।
তবে অষ্টম বেতন কমিশন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার। এমনই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।