সংক্ষিপ্ত

বেকার যুবক-যুবতীদের জন্য দারুণ সুযোগ! লক্ষ লক্ষ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, কীভাবে আবেন করবেন? জেনে নিন

ভারতের সব থেকে বড় সমস্যা হল বেকারত্ব। এবার সেই সমস্যা মেটাতে কিছুটা উদ্যোগি হল মোদী সরকার। কেন্দ্রীয় বাজেটে পিএম মুদ্রা যোজনার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

কিন্তু কী এই পিএম মুদ্রা? ২০১৫ সালে মুদ্রা যোজনা শুরু করেন কেন্দ্রীয় সরকার। এই নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হলে টাকা সোনা বা কোনও সম্পত্তি জামানত না রেখেই লোন পাবেন যুবক ও যুবতীরা।

এতদিন এই স্কিমে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যেত। এবার বাজেটে এই লোনের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। ফলে এবার থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন যুবক ও যুবতীরা।

এই সুবিধা করা পাবেন?

কৃষি বা কর্পোরেট ব্যবসার জন্য লোন দেবে না সরকার। শুধুমাত্র নিজের ব্যবসা যে যুবক ও যুবতীরা শুরু করতে চাইছেন তারাই একমাত্র লোন পাবেন। আবার যাদের ব্যবসা রয়েছে কিন্তু টাকার অভাবে ব্যবসা বাড়াতে পারছে না তাঁরাও লোনের জন্য আবেদন করতে পারবেন।

এই লোনের তিনটি ক্যাটেগরি রয়েছে-

শিশু লোন, কিশোর লোন এবং তরুণ লোন।

শিশু লোনে ৫০ হাজার টাকা পাওয়া যায়, কিশোর লোনে ৫ লক্ষ টাকা পাওয়া যায় এবং তরুণ লোনে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। এবার বাজেটে তরুণ লোনের পরিমাণ বাড়ান হয়েছে।

এই যোজনায় ঋণ নেবেন যারা তাঁদের কোনও সুদ দিতে হবে না। মুদ্রা কার্ডের মাধ্যমে তিনি যে পরিমাণ টাকা তুলবেন এবং খরচ করবেন, কেবলমাত্র সেই অংকের উপরেও নেওয়া হবে সুদ। এক বছর থেকে ৫ বছরের মধ্যে টাকা সোধ করে দিতে হবে। যদি এই সময়ের মধ্যে ঋণ না মেটাতে পারেন তবে আরও ৫ বছর সময় দিতে হবে।

এই লোনের জন্য mudra.org.in ওয়েবসাইটে যেতে হবে।