সংক্ষিপ্ত
করোনাভাইরাস অতিমারীর স্মৃতি এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। এরই মধ্যে নতুন রোগের কারণে ভারতে ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মহারাষ্ট্রে আতঙ্ক ছড়াচ্ছে স্নায়ুর বিরল রোগ গিলেন-বারি সিনড্রোম। ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছেন অন্তত ১০১ জন। এর মধ্যে শুধু পুণে পুরসভা অঞ্চলেই আক্রান্ত হয়েছেন ৮১ জন। পিম্পরি চিঞ্চওয়াড়ে আক্রান্ত হয়েছেন ১৪ জন। এছাড়া অন্যান্য অঞ্চলে আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত এই রোগে যতজন আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৩৩ জন মহিলা। ১৬ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ভেন্টিলেটরে রাখা হয়েছে। মহারাষ্ট্রের সোলাপুরে গিলেন-বারি সিনড্রোমে আক্রান্ত হওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
গিলেন-বারি সিনড্রোম কী?
হরিয়ানার গুরুগ্রামের আর্টেমিস হসপিটালের নিউসোর্জারি অ্যান্ড সাইবারনাইফ বিভাগের ডিরেক্টর ড. আদিত্য গুপ্ত জানিয়েছেন, ‘গিলেন-বারি সিনড্রোম এক বিরল স্নায়বিক রোগ। এই রোগে আক্রান্ত হলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এবং পা দুর্বল হয়ে ওঠে। কোনও এক সময় সংশ্লিষ্ট ব্যক্তি পঙ্গুও হয়ে যেতে পারেন। সংশ্লিষ্ট রোগীর পরিস্থিতি এমন হয়ে যেতে পারে, তাঁর মনে হয়, সহজে হাঁটাচলা করতে পারবেন না। জ্বর, পেটের রোগের মতো কিছু সংক্রমণের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে।’ চিকিৎসকদের মতে, গিলেন-বারি সিনড্রোম শরীরকে পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে। এই রোগে আক্রান্ত হলে রোগীর মুখ বেঁকে যেতে পারে, হাঁটাচলা করা বা কথা বলার ক্ষমতাও চলে যেতে পারে। শ্বাসকষ্টও দেখা যেতে পারে।
গিলেন-বারি সিনড্রোম থেকে সেরে ওঠা সম্ভব?
চিকিৎসকরা জানিয়েছেন, গিলেন-বারি সিনড্রোম ছোঁয়াচে নয়। দূষিত জল, খাবার থেকে সংক্রমণের আশঙ্কা থাকে। এই রোগে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন, প্লাজমা থেরাপি হয়। শ্বাসকষ্ট থেকেই সাধারণত গিলেন-বারি সিনড্রোম হয়। কোনও ওষুধ বা প্রতিষেধকের পার্শ্বপ্রতিক্রিয়াতেও এই রোগ হতে পারে। নিজের শরীরেরই রোগ প্রতিরোধ শক্তি স্নায়ুতন্ত্রকে দুর্বল করতে শুরু করে। ফলে এই রোগ মারাত্মক হয়ে উঠতে পারে। তবে শুরুতেই ধরা পড়লে সঠিক চিকিৎসায় তা সেরে যেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
কীভাবে বাঁচবেন এইচএমপি ভাইরাস থেকে! এই উপায়গুলো এখন থেকেই জেনে রাখুন
HMPV ভাইরাস ঢুকবে না শরীরে, সুস্থ থাকতে অবশ্যই রোজ পাতে রাখুন এই ৯টি খাবার
এইচএমপিভি ভাইরাস সম্পর্কে এই তথ্যগুলো জানেন তো? সুস্থ রাখুন পরিবারকে